WB Govt Recruitment 2025

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার

এক বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে নিয়োগ করা হবে। পরে ওই চুক্তি কাজের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:৫৬
WB Govt Jobs 2025

প্রতীকী ছবি।

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মখালি। রাজ্য সরকারের প্রশাসনিক দফতরের ওয়েবসাইটে এই পদে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্য সরকার অধীনস্থ বিভিন্ন কর্মচারী রাজ্য বিমা নিগমের (এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন) হাসপাতালের সিভিল এবং ইলেক্ট্রিক্যাল বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

ইলেক্ট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন অবসরপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়াররা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্তেরা প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। বাছাই করা প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ কাজের চাহিদা অনুযায়ী বৃদ্ধি পেতে পারে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৭ মে কর্মচারী রাজ্য বিমা নিগমের ডিরেক্টরের অফিসে ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের উপস্থিত থাকতে হবে। কী কী নথি সঙ্গে রাখতে হবে, কখন যেতে হবে— এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন