IIT Kharagpur Certificate Course

ন্যানো টেকনোলজি নিয়ে বিশেষ কোর্স করার সুযোগ আইআইটি খড়্গপুরে

ন্যানো টেকনোলজি কী ভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেল্থকেয়ার বিভাগে উন্নতমানের পরিকাঠামো তৈরিতে সাহায্য করছে, তা নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৪:০৪
Nanotechnology course in IIT Kharagpur.

প্রতীকী ছবি।

বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে স্বাস্থ্য, শক্তি বিভাগে ন্যানো টেকনোলজির সাহায্য উন্নতমানের পরিকাঠামো তৈরি করা হয়ে থাকে। বর্তমানে এই প্রযুক্তির সাহায্যে আরও কী ভাবে উন্নয়নমূলক কাজ করা যেতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে এর প্রয়োগ সম্ভব কী না, তা নিয়ে একটি বিশেষ কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর।

Advertisement

‘রিসেন্ট ট্রেন্ডস ইন ইন্ডাস্ট্রিয়াল ন্যানো টেকনোলজি’ শীর্ষক এই কোর্সের ক্লাস ৫ মে থেকে ৯ মে পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানের ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপকেরা এই কোর্সের ক্লাস করাবেন। একই সঙ্গে ন্যানো টেকনোলজি কী ভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেল্থকেয়ার বিভাগে উন্নতমানের পরিকাঠামো তৈরিতে সাহায্য করছে, তা নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞেরা।

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা এই কোর্স করার সুযোগ পাবেন। তবে, কোনও গবেষণাগারে সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা করছেন কিংবা কোনও সংস্থায় কর্মরত ব্যক্তিরাও এই কোর্স করার জন্য আবেদনের সুযোগ পাবেন।

প্রার্থীদের কোর্সে ভর্তি হওয়ার জন্য নাম নথিভুক্ত করে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য ২০০ টাকা জমা দিতে হবে। কোর্স ফি হিসাবে ধার্য করা হয়েছে ১৫,০০০ টাকা। ফার্স্ট কাম ফাস্ট সার্ভের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন