Summer School 2025

গরমের ছুটিতে লিগ্যাল প্রফেশনাল হিসাবে দক্ষ হওয়ার সুযোগ, আবেদনের শর্তাবলি কী?

অনলাইনে জীবনপঞ্জি, রেজিস্ট্রেশন ফি-এর রসিদ-সহ অন্যান্য নথি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:৩০
West Bengal National University of Juridical Sciences (WBNUJS).

ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

বিনিয়োগের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিধিনিষেধ জানা বিশেষ ভাবে প্রয়োজন। একই সঙ্গে বাণিজ্য, আইন বিষয় নিয়ে পাঠরতদেরও আর্থিক বিধি, কর্পোরেট আইন সম্পর্কিত বিষয়ে ওয়াকিবহল হতে হয়। এতে তাঁরা পরবর্তীতে কাজের ক্ষেত্রে উৎকর্ষের পরিচয় দিতে পারে। এই বিষয়গুলি ‘সামার স্কুল ২০২৫’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে হাতেকলমে শেখানো হবে।

Advertisement

লন্ডনের কিংস কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে এই সামার স্কুলের আয়োজন করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। ১৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের নিয়ে ক্লাস করাবেন বিশেষজ্ঞেরা।

বাণিজ্য, আইন, ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল রেগুলেশন কিংবা সমতুল্য বিষয় নিয়ে যে সমস্ত পডুয়ারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরা এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা করছেন, কিংবা অধ্যাপনা করছেন অথবা বিভিন্ন সংস্থায় কাজ করছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অনলাইনে জীবনপঞ্জি, রেজিস্ট্রেশন ফি-র রসিদ-সহ অন্যান্য নথি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন ফি হিসাবে ৩০ হাজার টাকা এবং অ্যাকোমোডেশন ফি হিসাবে অতিরিক্ত আরও ২০ হাজার টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৩০ মে।

Advertisement
আরও পড়ুন