BCKV Admission 2026

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ, ভর্তির তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং কবে?

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য প্রথম দু’টি রাউন্ডের পর তৃতীয় রাউন্ডের জন্য কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:২৮
Bidhan Chandra Krishi Vishwavidyalaya

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনও স্নাতকোত্তরের সুযোগ রয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য প্রথম দু’টি রাউন্ডের পর তৃতীয় রাউন্ডের জন্য কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। যে আসনগুলি এখনও খালি, সে সব আসনেই কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং এমটেক কোর্স করা যাবে এগ্রিকালচার, হর্টিকালচার এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। কোর্সগুলিতে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, প্ল্যান্ট ফিজ়িয়োলজি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচারাল মেটিরিয়োলজি, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, অ্যাগ্রোনমি-সহ নানা বিষয় পড়ানো হবে।

সংশ্লিষ্ট কোর্সগুলিতে রয়েছে বেশ কিছু শূন্য আসন। যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলির জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর পর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে। পড়ুয়াদের ওই দিন সমস্ত নথি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন