IIT Kharagpur Recruitment 2026

আইআইটি খড়্গপুরে শিক্ষকতার সুযোগ, কোন কোন ফ্যাকাল্টির জন্য করা যাবে আবেদন?

প্রফেসর পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১,৫৯,১০০ থেকে ২,২০,২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসরদের বেতন কাঠামো হবে মাসে ১,৩৯,৬০০ থেকে ২,১১,৩০০ টাকা। অন্য দিকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বেতন কাঠামো মাসে ১,০১,৫০০ থেকে ১,৬৭,৪০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:১৯
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগ করবে আইআইটি খড়্গপুর। ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূত এবং প্রবাসী ভারতীয়রাই শিক্ষকতার সুযোগ পাবেন। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা অনলাইনেই তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। তাঁরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, সায়েন্সেস, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়-সহ অন্য ফ্যাকাল্টি-র বিভিন্ন বিভাগে নানা বিষয় পড়ানোর সুযোগ পাবেন।

প্রফেসর পদে নিযুক্তদের বেতন হবে মাসে ১,৫৯,১০০ থেকে ২,২০,২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসরদের বেতন কাঠামো হবে মাসে ১,৩৯,৬০০ থেকে ২,১১,৩০০ টাকা। অন্য দিকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বেতন কাঠামো মাসে ১,০১,৫০০ থেকে ১,৬৭,৪০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

বিভিন্ন পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠিগুলি আলাদা, যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন