Research opportunity with IIT Kharagpur

চাকরির সঙ্গেই চলবে গবেষণার কাজ, কী ভাবে সম্ভব! উপায় বাতলে দেবে আইআইটি খড়্গপুর

পোস্ট ডক্টরাল ডিগ্রি পেয়েও চাকরির পথে হাঁটতে হয় বহু গবেষককে। কাজের পাশাপাশি, গবেষণা এগিয়ে নিয়ে যেতে তাঁদের সহায়তা করবেন বিশেষজ্ঞরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১১:৫৭
IIT Kharagpur\\\\\\\'s certificate of Exellence programme admission 2025.

কাজের পাশাপাশি, গবেষণা এগিয়ে নিয়ে যেতে তাঁদের সহায়তা করবেন বিশেষজ্ঞরা। প্রতীকী চিত্র।

পড়াশোনার পর গবেষণা কিংবা চাকরি— যে কোনও একটা পথ অনেক বেছে নিতে হয় অনেককেই। বেশির ভাগ ক্ষেত্রেই গবেষণার পথে পা দিয়েও পিছিয়ে আসতে হয়। কারণ সঠিক সময় এবং পরামর্শের অভাব। কিন্তু চাকরি করতে করতেই যদি গবেষণার কাজ করা যায়, তা হলে কেমন হয়? এমন ভাবনা থেকেই রাজ্যের আইআইটি প্রতিষ্ঠানের তরফে বিশেষ সার্টিফিকেট প্রোগ্রাম চালু করা হয়েছে।

Advertisement

সুযোগ কোথায়?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরের তরফে বিভিন্ন সংস্থায় কর্মরত গবেষকদের জন্য সার্টিফিকেট অফ এক্সিলেন্স ইন রিসার্চের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ প্রোগ্রামের সাহায্যে প্রতিষ্ঠানের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সঙ্গে নিজের কাজের বিষয়বস্তু নিয়ে চর্চা এবং গবেষণার কাজ সম্পূর্ণ করার সুযোগ পাবেন।

কী কী বিষয়ে সহযোগিতা মিলবে?

গবেষণার লক্ষ্যবস্তু কী হতে পারে, কী ভাবে গবেষণা প্রস্তাব লিখতে হবে, তা নিয়ে পরামর্শ দেবেন অধ্যাপকেরা। এর সঙ্গে ইনডেক্স জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ পাবেন। এ ছাড়াও গবেষণার পেন্টেট পেতে যে আর্থিক অনুদান প্রয়োজন, তার ও ব্যবস্থা করা হবে।

কী ভাবে কাজ হবে?

আবেদন গ্রহণের পর প্রতি সেমেস্টারের নিরিখে একটি করে প্রেজ়েন্টেশন জমা দিতে হবে। এ ছাড়াও বাছাই করা প্রার্থীদের নিজেদের গবেষণার বিষয় নিয়ে ডিজ়ার্টেশন লিখতে হবে। সেই প্রেজ়েন্টেশন এবং ডিজ়ার্টেশনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি শংসাপত্র পাবেন।

আবেদনের শর্তাবলি:

গবেষণা লক্ষ্যবস্তু স্থির করতে কিংবা প্রেজ়েন্টেশন তৈরিতে নিয়মিত বিশেষজ্ঞ অধ্যাপকরা পরামর্শ দেবেন। এর জন্য আবেদনের সময় হোস্ট ফ্যাকাল্টি মেম্বার বেছে নিতে পারবেন প্রার্থীরা। একই সঙ্গে বর্তমানে যে সংস্থার সঙ্গে কাজ করছেন, তার তরফে নো অবজেকশন সার্টিফিকেটও জমা দিতে হবে।

গবেষণার বিষয়বস্তুর নমুনা:

প্রতিষ্ঠানের তরফে বেশ কিছু ‘কি রিসার্চ এরিয়া’ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কিছু বিষয় হল— ডিজিটাল কনভারজেন্স, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, মেডিক্যাল টেকনোলজি, ক্লিনিক্যাল অনকোলজি, ট্রান্সপোর্টেশন টেকনোলজি, জিয়োসায়েন্স ফর ফিউচার অফ আর্থ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

কারা আবেদন করতে পারবেন?

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে রিসার্চ অ্যাসোসিয়েট কিংবা পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে কাজ করছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

এ ছাড়াও চিকিৎসা ক্ষেত্রে ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি অর্জন করেছেন, এবং গবেষণার সুযোগ খুঁজছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

খরচ এবং সময়সীমা:

গবেষণার কাজ সম্পূর্ণ হতে ২ থেকে ৬ বছর পর্যন্ত সময় প্রয়োজন। প্রোগ্রামের প্রতি সেমেস্টার পিছু ২০ হাজার টাকা করে খরচ করতে হবে। আবেদন গ্রহণের প্রক্রিয়া ১ জুন থেকে শুরু হয়েছে।

তবে, সবটাই প্রার্থীর সঙ্গে নির্দিষ্ট কিছু চুক্তির ভিত্তিতে সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিশদ জানতে তাই আইআইটি খড়্গপুরের সঙ্গে যোগাযোগ করে নেওয়াই ভাল।

Advertisement
আরও পড়ুন