School academic calendar

ক্যালেন্ডার প্রকাশ করতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ! জানুয়ারিতে ডায়েরি বিলি নিয়ে ধন্দে স্কুলগুলি

আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ শিক্ষাবর্ষ। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ওই দিনই হাতে নতুন বই পেয়ে থাকে। সে দিনই ডায়েরি বিলি করে স্কুলগুলি। কিন্তু এ বছর সেই ডায়েরি ছাপাতেই পারেনি স্কুলগুলি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে স্কুলে স্কুলে। কিন্তু এখনও অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ। ফলে নতুন ক্লাসে উঠলেও পড়ুয়ারা হাতে পাবে না স্কুলের ডায়েরি। জানতে পারবে না কবে কোন পরীক্ষা বা কোন দিন ছুটি।

Advertisement

জানা গিয়েছে, আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ শিক্ষাবর্ষ। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ওই দিনই হাতে নতুন বই পেয়ে থাকে। সে দিনই ডায়েরি বিলি করে স্কুলগুলি। কিন্তু এ বছর সেই ডায়েরি ছাপাতেই পারেনি স্কুলগুলি।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে শিক্ষা ক্যালেন্ডার প্রকাশ করা হয় প্রতি বছর। সেই ক্যালেন্ডারের যাবতীয় তথ্যই স্কুলগুলি তাদের ডায়েরিতে ছাপায়। কবে কোন পরীক্ষা, কোন বিষয়ে কতগুলি ক্লাস নিতে, কবে ছুটি— সবই উল্লেখ করা থাকে। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, “অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ হয়নি বলেই এই সমস্যা। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের দাবি জানাই। আগামী বছর থেকে যাতে ১০ ডিসেম্বরের মধ্যে পরবর্তী শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশিত হয়, তা দেখা দরকার।”

হিন্দু স্কুলের প্রধানশিক্ষক শুভজিৎ দত্ত, “কবে সামিটিভ পরীক্ষা হতে পারে, তা এই ডায়েরিতে উল্লেখ করা থাকে। পরবর্তীতে পর্ষদ তালিকা দিলে তা আমরা স্কুলের বোর্ডে টাঙ্গিয়ে দিয়ে থাকি।” পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, দ্রুত এই সূচি স্কুলগুলির কাছে পৌঁছে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন