SSC recruitment final vacancies

নবম দশমে কমল শূন্যপদ, ১৫টি বিষয়ে ইন্টারভিউ হবে কেন্দ্রীয় ভাবে

১৪ সেপ্টেম্বর এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। তার আগে একটি শূন্যপদের সংখ্যা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেখানে ২৩,২১২টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছিল। সেটি কমে দাড়াল ২৩,২০৯।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ২৩:২০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত শূন্যপদের সংখ্যা প্রকাশিত হল। সংশোধিত শূন্যপদের তালিকায় কমল তিনটি পদ।

Advertisement

গত ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। তার আগে একটি শূন্যপদের সংখ্যা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেখানে ২৩,২১২টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছিল। সেটি কমে দাড়াল ২৩,২০৯।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বলেন, ‘‘খাতায় কলমে তিনটি আসন কম দেখালেও, আসন সংখ্যা বেড়েছে। তার প্রধান কারণ নবম-দশমের একটি বড় অংশ শিক্ষক-শিক্ষিকা পুরনো চাকরিতে ফিরে গিয়েছেন, সেই শূন্যপদগুলি এখানে যুক্ত হয়েছে।’’

এসএসসি সূত্রের খবর, যে তিনটি বিষয়ে একটি করে পদ কমেছে সেটি হল ইতিহাস, জীবন বিজ্ঞান ও ভূগোল। মোট শূন্যপদ কমার পাশাপাশি এসএসসির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৫টি বিষয়ে শূন্যপদের প্রার্থী কম। সেই বিষয়গুলির কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ হবে স্কুল সার্ভিস কমিশনের করুণাময়ীর অফিসে। ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে এই ইন্টারভিউ। এগুলির মধ্যে রয়েছে হোম সায়েন্স, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, এগ্রিকালচার, আরবি, মিউজিক-সহ বিভিন্ন বিষয়।

এর আগে একাদশ-দ্বাদশ শ্রেণির সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ হওয়ায় দেখা গিয়েছিল, ৬৯টি পদ কমে গিয়েছে। নবম-দশমের ক্ষেত্রে তা হয়নি। তবে, চাকরিহারা বা নতুন চাকরিপ্রার্থীরা ভেবেছিলেন কিছুটা হলেও বাড়বে সেই সংখ্যা। কিন্তু তা অপরিবর্তিত রইল। একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট শূন্য পদ দাঁড়াল ৩৫,৬৫৭।

Advertisement
আরও পড়ুন