CLAT 2026

ক্ল্যাট-এ বিশেষ ভাবে সক্ষমদের জন্য কার্যকর হবে পুরনো বিধিই, কী জানিয়েছে এনএলইউ?

রবিবার সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে কনসরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউ)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৯:২৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আইনের স্নাতক এবং স্নাতকোত্তর প্রবেশিকা কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এর আয়োজন করা হবে আগামী ৭ ডিসেম্বর। রবিবার সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে কনসরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউ)। পাশাপাশি, বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য নিয়মবিধিও শিথিল করার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

গত অক্টোবর মাসে এনএলইউ-র তরফে জানানো হয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে আলোচনার পর বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য কিছু বিধি স্থির করা হয়েছে। যা কার্যকর করার কথা ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আয়োজিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। কিন্তু শেষমেশ দফায় দফায় আলোচনার পর পুরনো বিধিই বজায় থাকছে তাঁদের জন্য।

পুরনো বিধি মেনে ২০২৬-এর ক্ল্যাট-এর জন্য বিশেষ ভাবে সক্ষমরা দু’ঘণ্টার প্রবেশিকা পরীক্ষা শেষ করার জন্য অতিরিক্ত ৪০ মিনিট সময় পাবেন। পরীক্ষার জন্য তাঁরা নিজেরাই ‘স্ক্রাইব’ নিয়ে আসতে পারেন অথবা কনসর্টিয়ামের কাছে ‘স্ক্রাইব’-এর জন্য আবেদন করতে পারেন।

উল্লেখ্য, আগামী বছর থেকে চালু হওয়ার কথা নতুন নিয়ম। সে ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের মাল্টি মেডিক্যাল বোর্ড প্রদত্ত সার্টিফিকেশন থাকতে হবে। ‘স্ক্রাইব’-দের জন্য থাকবে শিক্ষাগত যোগ্যতার নির্ধারিত মাপকাঠি। এ ছাড়া, ‘স্ক্রাইব’-দের সমস্ত তথ্য জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হবে।

দেশের বিভিন্ন আইন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আইন নিয়ে উচ্চশিক্ষার জন্য জাতীয় স্তরে ক্ল্যাটের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে আয়োজন করা হয় পরীক্ষার। চলতি বছরে ৭ ডিসেম্বর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা হবে খাতা-কলমে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের ২৫টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং অন্য কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানেও আইন নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। পরীক্ষার জন্য consortiumofnlus.ac.in থেকে তাঁরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন