CSIR IICB Recruitment 2025

গবেষকের খোঁজ যাদবপুরের আইআইসিবি-এ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪২,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অতিরিক্ত সুযোগসুবিধা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৯:০২
CSIR-IICB

সিএসআইআর-আইআইসিবি। ছবি: সংগৃহীত।

একাধিক গবেষণা প্রকল্পের কাজ হবে যাদবপুরের সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-তে। সেই প্রকল্পগুলিতে কাজের জন্য বিভিন্ন পদে গবেষক নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানে দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১, প্রজেক্ট অ্যাসোসিয়েট-২, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৭। প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এবং নিযুক্তদের কাজের নিরিখে তাঁদের কাজের মেয়াদ নির্ধারিত হবে।

পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ অথবা ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪২,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অতিরিক্ত সুযোগসুবিধা।

গবেষণা প্রকল্পের বিষয়ের ভিত্তিতে বিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানে আগামী ২৬ এবং ২৭ সেপ্টেম্বর নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।

Advertisement
আরও পড়ুন