Interior designing Studies

ঘর সাজিয়ে রাখতে ভালবাসেন! পেশাদার ডিজ়াইনার হয়ে উঠবেন কী ভাবে, পড়বেন কোন বিষয় নিয়ে?

ভর্তি হওয়া জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮
ইন্টিরিয়ার ডিজ়াইনার হওয়ার খুঁটিনাটি

ইন্টিরিয়ার ডিজ়াইনার হওয়ার খুঁটিনাটি ছবি: সংগৃহীত।

কোন জিনিসটি ঘরের কোন কোণে রাখলে সব থেকে আকর্ষণীয় লাগবে, তা বেশ ভাল বোঝেন। বাড়ি সাজিয়ে রাখার শখ থাকলে শুধু নিজের বাড়ি নয়, সাজিয়ে দেওয়া যায় অন্যের বাড়িও। বিনিময়ে মিলবে পারিশ্রমিক। ইন্টিরিয়ার ডিজ়াইনিং বা অন্দরসজ্জার কাজটি ঠিক এমনই।

Advertisement

তবে, ঘর সাজানোর নেশাকে যদি পেশা করে তুলতে হয়, তা হলে প্রয়োজন সঠিক পড়াশোনার। ইন্টিরিয়ার ডিজ়াইনার হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন, পড়তে হবে কোন কোর্স— রইল তারই খুঁটিনাটি।

কী কী কোর্স রয়েছে:

১) ডিপ্লোমা ইন ইন্টিরিয়ার ডিজ়াইনিং

২) অ্যাডভান্সড প্রফেশনাল ডিপ্লোমা ইন ইন্টিরিয়ার ডিজ়াইনিং

৩) সার্টিফিকেট কোর্স ইন ইন্টিরিয়ার ডিজ়াইনিং

৪) অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন ইন্টিরিয়ার ডিজ়াইনিং

৫) কম্পিউটার-এইড ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ সার্টিফিকেট

৬) ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডিএস)

৭) ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)

৮) ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ আর্টস (বিএ)

৯) ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ ব্যাচেলর অফ ফাইন আর্টস (বিএফএ)

১০) ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ মাস্টার ইন ডিজ়াইন (এমডিএস)

১১) ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এ মাস্টার অফ সায়েন্স (এমডিএস)

সাধারণত ইন্টিরিয়ার ডিজ়াইনিং নিয়ে এই কোর্সগুলির পড়ার সুযোগ রয়েছে। ভর্তি হওয়া জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। যদি কোনও শিক্ষার্থী অন্য কোনও বিষয় নিয়ে স্নাতক হন, তা হলেও স্নাতকোত্তর স্তরে ইন্টিরিয়ার ডিজ়াইনিং নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

রাজ্যের গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (এই ক্ষেত্রে আর্কিটেকচার বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ইন্টিরিয়ার ডিজ়াইনিং আলাদা ভাবে একটি বিষয় থাকে) পড়ানো হয়। এ ছাড়াও রাজ্যের পলিটেকনিক কলেজগুলিতে ডিপ্লোমা পড়ার সুযোগ থাকে। বর্তমানে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ইন্টিরিয়ার ডিজ়াইনিং নিয়ে আলাদা কোনও বিভাগ না থাকলেও স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়।

পেশাগত সুযোগ:

ইন্টিরিয়ার ডিজ়াইনিং-এর কোর্স সম্পূর্ণ হওয়ার পর নানা ক্ষেত্রে চাকরি করা যায়। ইন্টিরিয়ার এবং স্পেশ্যাল ডিজ়াইনার হিসাবে কাজ শুরু করা যায়। লাইটিং ডিজ়াইনার, ভিজ়্যুয়াল মার্চেন্ডাইজ়ার, প্রোডাকশন ডিজ়াইনার, আর্ট ডিরেক্টর হিসাবে এবং প্রদর্শনীর ডিজ়াইন করার কাজ শুরু করতে পারেন ইন্টিরিয়ার ডিজ়াইনিং কোর্সের পর। একই সঙ্গে কেউ এই কোর্স সম্পূর্ণ করার পর স্বাধীন ভাবে নিজস্ব সংস্থা খুলেও কাজ করতে পারেন।

Advertisement
আরও পড়ুন