Madhyamik Math Suggestion

মাধ্যমিকে অঙ্কে ভয়? আগাম প্রস্তুতির জন্য রইল অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ

মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা কী ভাবে ভাল হতে পারে, সে বিষয়ে সহজ টিপস দিচ্ছেন দ্য পার্ক ইনস্টিটিউশন-এর গণিত শিক্ষক দীপঙ্কর দে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আর দু’মাসও বাকি নেই মাধ্যমিক পরীক্ষার। এই সময়েই চলে জোরকদমে প্রস্তুতি। বেশির ভাগ পড়ুয়াই অঙ্ক নিয়ে বেশ ভয়ে থাকে। এটাই সময় সেই ভয় দূর করার। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা কী ভাবে ভাল হতে পারে, তা নিয়ে সহজ টিপস দিচ্ছেন দ্য পার্ক ইনস্টিটিউশন-এর গণিত শিক্ষক দীপঙ্কর দে।

Advertisement

২০২৫ সালের মাধ্যমিকের সকল অঙ্ক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে:

১। সরকারি পাঠ্যবইয়ের উদাহরণ-সহ অনুশীলনীর সকল অঙ্কগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে অভ্যাস করতে হবে।

২। রোজ ঘড়ি ধরে অঙ্ক কষতে হবে।

৩। টেস্ট পেপারের অঙ্ক করার সময়ে ৯০ নম্বরের একটি প্রশ্নপত্র ২ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে।

৪। কোনও নতুন অঙ্ক যা দেখে মনে হচ্ছে আগে করা হয়নি বা শক্ত লাগছে, তা এই সময়ে আর নতুন করে করার দরকার নেই।

৫। অঙ্ক করার সময়ে অবশ্যই মনে রাখতে হবে, যে শিক্ষক আমার খাতাটি দেখবেন তিনি কেবলমাত্র আমার খাতাটিই দেখবেন না। তাঁকে গড়ে ১৫০টি খাতা দেখতে হবে। সুতরাং,

হাতের লেখার উপরে নজর দিতে হবে।

একটি দাগের সকল প্রশ্নগুলির উত্তর একই জায়গায় করতে হবে।

ত্রিকোণমিতির উচ্চতা-দূরত্বের অঙ্কে অবশ্যই অঙ্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি আঁকতে হবে।

উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে প্রমাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি আঁকতে হবে।

১, ২, ৩ ও ৪-এর দাগের অঙ্কগুলির উত্তর উত্তরপত্রের একেবারে প্রথম দিকে করতে হবে।

যে অঙ্কগুলি মনে হবে সবচেয়ে ভাল করতে জানা আছে, সেগুলি আগে করে নিতে হবে।

এই সময়ে মন শান্ত রেখে ভাল ভাবে পড়াশোনা করতে হবে পড়ুয়াদের। মাথা ঠান্ডা রেখে, কঠোর ভাবে, নিয়মমাফিক অনুশীলন করলে ভাল ফল হওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র।

Advertisement
আরও পড়ুন