Government College of Art & Craft Admission 2025

কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে স্নাতকের সুযোগ, পড়া যাবে কোন কোন বিষয়ে?

আবেদনকারীদের স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২০:০০
Government College of Art and Craft

গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা। ছবি: সংগৃহীত।

শিল্পকলা শুধু শখ নয়, উচ্চশিক্ষার বিষয়ও হতে পারে। এই বিষয়ে পড়াশোনার সুযোগ মিলতে পারে রাজ্যের অন্যতম প্রাচীন এবং নামী প্রতিষ্ঠান গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতায়। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে শুরু করা হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়াও।

Advertisement

কলেজের ব্যাচেলর অফ ফাইন আর্টস (বিএফএ) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। কোর্সের সময়সীমা চার বছর। বিজ্ঞপ্তিতে কতগুলি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি।

স্নাতকের এই কোর্সে পড়ুয়ারা পেন্টিং, পেন্টিং ইন্ডিয়ান স্টাইল, মডেলিং অ্যান্ড স্কাল্পচার, গ্রাফিক ডিজ়াইন অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট, টেক্সটাইল ডিজ়াইন, উড অ্যান্ড লেদার ডিজ়াইন এবং সেরামিক আর্ট অ্যান্ড পটারির মতো নানা বিষয়ে স্পেশালাইজ়েশন করতে পারবেন।

আবেদনকারীদের স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে।

কোর্সে ভর্তির ক্ষেত্রে তাঁদের দ্বাদশের পরীক্ষার ফলাফল, প্রবেশিকা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রবেশিকার দিন আঁকার জন্য প্রয়োজনীয় সামগ্রী পরীক্ষার্থীদের নিয়ে আসতে হবে।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ৫ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন