HS Exam Fee Hike

উচ্চ মাধ্যমিকে দু’বার পরীক্ষা‍, টাকাও গুনতে হবে দ্বিগুণ! মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক মহলে

নাম নথিভুক্তকরণের জন্য দিতে হবে ১৫৫ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ৩০ টাকা। কনভিনিয়েন্স ফি ৩০ টাকা। সব মিলিয়ে একজন পরীক্ষার্থীকে দিতে হবে ২১৫ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৯:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়াদের জন্য বাড়ল খরচ। এ বছর থেকে নয়া সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। আর সেখানেই প্রত্যেকে দু’বার করে নাম নথিভুক্ত করবে। তার জন্য আগের তুলনায় দ্বিগুণ টাকা খরচ করতে হবে পরীক্ষার্থীদের।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সব স্কুলের প্রধান শিক্ষকদের তৃতীয় এবং চতুর্থ সেমেস্টারে ভর্তিতে কত খরচ হবে, তা জানানো হয়েছে। নাম নথিভুক্তকরণের জন্য দিতে হবে ১৫৫ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ৩০ টাকা। কনভিনিয়েন্স ফি ৩০ টাকা। সব মিলিয়ে একজন পরীক্ষার্থীকে দিতে হবে ২১৫ টাকা। অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমেস্টার মিলিয়ে একজন পরীক্ষার্থীকে দিতে হবে ৪৩০ টাকা। পুরনো সিলেবাসে একজন পরীক্ষার্থীকে বছরে একবার এই টাকা দিতে হত, ২০৫ টাকা করে।

তবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই দু’বার ফি নেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে শিক্ষক মহলে। যোধপুর পার্ক বয়েজ়ের প্রধান শিক্ষক অমিত সেনমজুমদার বলেন, ‘‘দু’বার করে টাকা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। তবে এই প্রক্রিয়ায় স্কুলের কোন‌ও লাভ হল না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওএম‌আর‌-এ পরীক্ষার যে প্রচেষ্টা নিয়েছে তা যথেষ্ট ব্যয়বহুল। এই প্রক্রিয়ায় কাউন্সিল যে ফি ধার্য করেছে তা যথেষ্ট কম বলে আমি মনে করি।’’

এই প্রক্রিয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খরচে অনেকের সমস্যা হবে বলে মনে করছেন বহু স্কুলের প্রধান শিক্ষক। দ্য পার্ক ইনস্টিটিউশন-এর প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘যে পরিমাণ ফি ধার্য করা হয়েছে তা নিম্ন মধ্যবিত্ত পড়ুয়াদের ক্ষেত্রে যথেষ্ট চাপের। পাশাপাশি, কাউন্সিল আয় বাড়ালেও স্কুলগুলির কোন‌ও লাভ নেই। ফর্ম ফিলআপ থেকে পরীক্ষা গ্রহণ— স্কুলের প্রচুর পরিমাণে খরচ রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই বিষয়টি নজর দেওয়া উচিত।’’

সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শিক্ষা সংসদের তরফ থেকে যে সময়সীমা দেওয়া হবে তার মধ্যে যদি নাম নথিভুক্তকরণ না করা হয় তা হলে অতিরিক্ত ১৫০ টাকা দিতে হবে পরীক্ষার্থীদের। এছাড়াও তৃতীয় ও সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘বেশিরভাগ কাজ বিদ্যালয় স্তরে অনলাইন প্রক্রিয়ায় করে দেওয়া হচ্ছে। তাই এর কিছু অংশ অর্থ বিদ্যালয়গুলিকে দেওয়া উচিত।’’

তবে এ বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, যে স্কুলগুলিতে সেন্টার পড়বে সেই স্কুলগুলিকে ২৫ টাকা করে দেওয়া হবে পরীক্ষার্থী পিছু। আগে এটা ছিল ১৫ টাকা প্রতি পরীক্ষার্থী পিছু।

Advertisement
আরও পড়ুন