Special training programme

বাংলা মাধ্যম স্কুলের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ইংরেজি-ভীতি কাটাতে কর্মশালা! উদ্যোগী শিক্ষা সংসদ

উচ্চশিক্ষা ক্ষেত্রে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথচ, বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়ারা ইংরেজি লেখা বা বলার ক্ষেত্রে দ্বিধায় ভোগে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি-ভীতি কাটাতে এ বার বিশেষ কর্মশালার আয়োজন করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন বছরের শুরুতেই সল্টলেকের বিদ্যাসাগর ভবনে বিশেষ ক্লাস করানো হবে। যেখানে প্রায় ২০০০ পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

৫ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৫০টি বেশি স্কুলকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতি দিন দু’ভাগে ২০০ জন করে পড়ুয়াকে ইংরেজি শিক্ষাদান দেওয়া হবে। পাঁচ দিনে মোট ২০০০ জন পড়ুয়া প্রশিক্ষণ পাবে।

একাদশ শ্রেণির পড়ুয়া যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি তারাই এই প্রশিক্ষণ পাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি বলা ও লেখার ক্ষেত্রে ভীতি কাজ করে। ফলে তারা পিছিয়ে পড়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই তার ভয় কাটাতে এ বছর থেকে এই বিশেষ পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, “বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের ইংরেজি প্রতি ভয় কাটাতে এই উদ্যোগ। ধাপে ধাপে আমরা সমস্ত জেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া কিছু অংশের স্কুল পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীকালে সব জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে।

Advertisement
আরও পড়ুন