Career in Disaster Management

দুর্যোগ মোকাবিলার কৌশল শেখার সুযোগ দ্বাদশের পরই! কী ভাবে নিতে হবে প্রস্তুতি?

দুর্যোগ বলে কয়ে আসে না। সেই সময় ক্ষতিগ্রস্তদের উদ্ধারের কাজে সহায়তা করতে প্রস্তুত থাকে দুর্যোগ মোকাবিলা বাহিনী। ওই বাহিনীর সদস্য হতে পারেন কারা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯:০২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হঠাৎ বান বা তুষারপাতের জেরে পাহাড়ি এলাকায় বিপর্যয়ের মুখে পড়তে হয় যখন তখন। ভূমিকম্প বা জলোচ্ছ্বাস বিপর্যস্ত হতে পারে যে কোনও এলাকা। গত কয়েক বছরে দাবানল হয়ে উঠেছে নিত্য ঘটনা। কিন্তু দুর্যোগ বলে ক’য়ে আসে না। তাই দুর্যোগ মোকাবিলা করার পাঠ গ্রহণে আগ্রহ বেড়েছে। দ্বাদশের পর কী ভাবে শুরু করা যায় এই পড়াশোনা, রইল তার সুলুক সন্ধান।

Advertisement

উচ্চ মাধ্যমিকের পরই পড়ার সুযোগ:

  • দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরই ডিজ়াস্টার ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক স্তরে পড়তে পারবেন পড়ুয়ারা। এ ছাড়াও ওই বিষয়টি শেখার সুযোগ পাওয়ার জন্য ভূগোল, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব, আবহাওয়াবিদ্যা নিয়েও স্নাতকে ভর্তি হতে পারেন। বিজ্ঞান, বাণিজ্য, কলা-সহ যে কোনও বিভাগের দ্বাদশ উত্তীর্ণেরা এই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন।
  • কেউ যদি ডিপ্লোমা করতে চান, সেই সুযোগও মেলে দ্বাদশের পর। এ ছাড়া ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রেসকিউ ট্রেনিং, ডিজ়াস্টার রিস্ক রিডাকশন বিষয়েও ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করার সুযোগ থাকছে।
  • স্নাতকোত্তর স্তরে ওই বিষয়ে আরও বিশদ জেনে নেওয়ার সুযোগ রয়েছে। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজ়াস্টার রিস্ক, ডিজ়াস্টার লজিস্টিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আগ্রহীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।

কোথায় পড়ানো হয়?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াস্টার ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স অ্যাকাডেমি, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন-এর তরফে উল্লিখিত বিষয়গুলি পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি-র তরফেও উল্লিখিত বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।

কী কী বিষয় শেখানো হয়?

বিপর্যয়ের পরে ক্ষতিগ্রস্ত এলাকা বা পূর্বাভাস পাওয়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় কী ভাবে উদ্ধারকার্য চালানো হবে। আবহাওয়ার পূর্বাভাসে কী ভাবে নজর রাখা দরকার— সে সব বিষয় শেখানো হয়। এ ছাড়াও জনবহুল এলাকায় দ্রুত প্রাথমিক চিকিৎসার পরিষেবা দেওয়া, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কৌশল এবং আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখার মত বিষয়গুলি শেখার সুযোগ পাওয়া যায়।

কোন কোন পদে কাজের সুযোগ?

ডিজ়াস্টার রেসপন্স অফিসার, সার্চ অ্যান্ড রেসকিউ স্পেশ্যালিস্ট, ইমার্জেন্সি অপারেশনস কো-অর্ডিনেটর, রিলিফ ক্যাম্প ম্যানেজার পদে নবীন স্নাতকেরা কাজের সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়াও ডিজ়াস্টার রিস্ক অ্যানালিস্ট, ক্লাইমেট রিস্ক কনসালট্যান্ট, আরবান রেসিলিয়েন্স প্ল্যানার, পলিসি অ্যাডভাইজ়ার, মেন্টাল হেল্‌থ অ্যান্ড ট্রমা কাউন্সেলর পদেও চাকরি পাওয়া যায়।

উল্লিখিত পদে নিযুক্তেরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথোরিটি, কর্পোরেট সংস্থার বিপর্যয় মোকাবিলা বাহিনীর অধীনে কাজের সুযোগ পেয়ে থাকেন।

Advertisement
আরও পড়ুন