বছর জুড়ে কী কী হল! ছবি: সংগৃহীত।
কখনও পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ, কখনও সুপ্রিম কোর্টের রায় মেনে চাকরিরহারারা ফের সুযোগ পেয়েছেন পরীক্ষায় বসার। সেমেস্টার পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক, সারা দেশে এই প্রথম। এক নজরে ফিরে দেখা যাক ২০২৫ কেমন কাটল শিক্ষা ক্ষেত্রে—
জানুয়ারি
২ জানুয়ারি: সেমেস্টার ঘোষণা করে ধমক খেলেন শিক্ষামন্ত্রীকে—
মুখ্যমন্ত্রীকে না জানিয়েই প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি চালুর কথা ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন বছরে তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বার্তা দেন কোনও নীতিগত প্রশ্নে সিদ্ধান্ত হলে আগে তাঁর অনুমোদন নিতে হবে।
সেমেস্টার ঘোষণা করে ধমক খেলেন শিক্ষামন্ত্রীকে। ছবি: সংগৃহীত।
২৮ জানুয়ারি: ক্লাসঘর হল ছাঁদনাতলা—
নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র মনস্তত্ত্ববিদ্যার অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এক ছাত্র— সমাজমাধ্যমে ভাইরাল হয় ভিডিয়ো। অধ্যাপিকাকে ছুটিতে পাঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ওই অধ্যাপিকা দাবি করেন, নবীনবরণ অনুষ্ঠানের জন্য নাটকের মহড়ার অঙ্গ ছিল ওটি।
ফেব্রুয়ারি
১১ ফেব্রুয়ারি: পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে ৪০ মিনিট পড়ে রইলেন ম্যাকাউট-এর ছাত্রী—
নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)-এ পরীক্ষা চলাকালীন এক বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দেন এমটেক প্রথম বর্ষের এক ছাত্রী। অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে রক্তাক্ত অবস্থায় প্রায় ৪০ মিনিট পড়ে ছিলেন সায়নী সেন নামে ওই ছাত্রী। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে।
১৫ ফেব্রুয়ারি: অঙ্ক খুব কঠিন—
উত্তর দিনাজপুরের একটি স্কুলে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন খাতাই ছিঁড়ে ফেলে এক পরীক্ষার্থী। তার নামে পরীক্ষাকেন্দ্রের তরফে পর্ষদের কাছে অভিযোগ দায়ের করা হয়। বেলান হাই স্কুলের ওই পড়ুয়ার পরীক্ষাকেন্দ্র ছিল সূর্যপুর হাই স্কুলে। পরীক্ষা শেষ হওয়ার পর খাতা দু’টকরো করে জমা দেয় ছাত্রটি।
মার্চ
১ মার্চ: যাদবপুরে ওয়েবকুপার সম্মেলন ঘিরে উত্তেজনা—
তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র বার্ষিক সম্মেলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দফায় দফায় উত্তেজনা তৈরি হল বিশ্ববিদ্যালয়ে চত্বরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠে। বিক্ষোভকারী পড়ুয়াদের পাল্টা অভিযোগ, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে। তিনি আহত হয়েছেন। ধর্মঘটের ডাক দেয় এসএফআই।
যাদবপুরে ওয়েবকুপার সম্মেলন ঘিরে উত্তেজনা। ছবি: সংগৃহীত।
৫ মার্চ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মারে মালদহে জখম ৬ শিক্ষক—
মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষায় কয়েক জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মারে জখম হয়েছিলেন ৬ শিক্ষক-পরীক্ষক। অভিযোগ, তল্লাশিতে বাধা দিয়ে বচসা বাধায় কয়েক জন পরীক্ষার্থী তার পরেই শিক্ষকদের মারধর করে ইংরেজি পরীক্ষা দিতে যাওয়া কয়েক জন পরীক্ষার্থী। তাঁদের প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে। পরে বৈষ্ণবনগর থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
এপ্রিল
৩ এপ্রিল: ২৬ হাজার চাকরিই বাতিল—
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এ প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের এসএসসি-তে নিয়োগের পুরো প্যানেল বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। তাই ২৫,৭৩৫ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে, নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। পাশপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসি-র মাধ্যমে স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।
২৬ হাজার চাকরিই বাতিল। ছবি:সংগৃহীত।
২১ এপ্রিল: এসএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরিহারাদের—
২১ এপ্রিল সকালে যোগ্য-অযোগ্যের নামের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা। সেই মতো বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবন পৌঁছোন চাকরিহারারা। সন্ধ্যায় এসএসসি ভবনের সামনে শুরু হয় বিক্ষোভ।
২২ এপ্রিল: অবস্থান চাকরিহারাদের—
চাকরিহারা শিক্ষকেরা জানান, ১৭,২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। কিন্তু এই তালিকায় তাঁরা ‘আংশিক সন্তুষ্ট।’ কারণ, ওএমআরের ‘মিরর ইমেজ’ এখনও প্রকাশ করা হয়নি। কেন হচ্ছে না, তার ব্যাখ্যা চাওয়া হবে মন্ত্রীর কাছে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকেও তাঁরা জানতে চাইবেন, কেন ১৭ হাজারের মধ্যে যাঁরা অযোগ্য, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না।
২৩ এপ্রিল: ৪০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত চেয়ারম্যান—
সকালে ছাড়া পান এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও অন্য আধিকারিকেরা। চাকরিহারাদের তরফে জানানো হয়, ওই দিন হাই কোর্টে মামলা রয়েছে। চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। তাই শর্তসাপেক্ষে তাঁকে ছাড়া হয়েছে।
৩০ এপ্রিল: ৪০০-য় ৪০০—
একেবারে পুরো নম্বর পেয়ে আইএসসি-তে প্রথম হয়েছে কলকাতার মেয়ে সৃজনী। এ বছরের ফলাফলে জাতীয় এবং রাজ্যস্তরে মেয়েদের জয়জয়কার। রাজ্যের মধ্যে অন্যতম নজরকাড়া ফল সৃজনীর।
৩০ মে: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি—
সরকারি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘পরীক্ষায় বসুন। মর্যাদার সঙ্গে সসম্মানে ফিরে আসুন। সুযোগ আসবে, সদ্ব্যবহার করুন।’’
জুন
৫ জুন: ‘ব্রিজ কোর্স’ না করলে চাকরি যাবে শিক্ষকদের—
এক বছরের মধ্যে ‘ব্রিজ কোর্স’ করতে হবে বলে নির্দেশিকা জারি করে রাজ্য শিক্ষা দফতর। যে সব শিক্ষকের বিএড ডিগ্রি রয়েছে, অথচ ডিএড বা ডিএলএড নেই, কিন্তু স্কুলে শিক্ষকতা করছেন তাঁদের জন্য এই বিজ্ঞপ্তি।
২৫ জুন: কলকাতার আইন কলেজে ছাত্রীকে ধর্ষণ—
কসবা এলাকার সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রাক্তনী-সহ তিনজনের বিরুদ্ধে। ২৫ জুন কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পরের দিন ধরা পড়েন অভিযুক্ত তিন জন।
কলকাতার আইন কলেজে ছাত্রীকে ধর্ষণ। ছবি:সংগৃহীত।
২৫ জুন: সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বছরে দু’বার—
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রেণির পরীক্ষা বছরে দু’বার নেওয়া কথা জানায় সিবিএসই।
জুলাই
২৬ জুলাই: টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা—
তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা ফেলা হয়েছে তা নিয়ে শুরু হয় বিতর্ক। এর মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে বলেন, কোনও রাজনৈতিক দলের কর্মসূচিকেই তিনি গুরুত্ব দিতে নারাজ।
টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা। ছবি:সংগৃহীত।
অগস্ট
১৩ অগস্ট: স্পেন থেকে দিল্লিতে নেমেই গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার—
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে গ্রেফতার করা হয়। দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
২২ অগস্ট: পরীক্ষার ১১৭ দিনের মাথায় রাজ্য জয়েন্ট-এর ফলপ্রকাশ—
পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। তার ১১৭ দিন পর আদালতের হস্তক্ষেপে প্রকাশিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনের ফল।
সেপ্টেম্বর
৭ সেপ্টেম্বর: নিয়োগ পরীক্ষা—
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণিতে নিয়োগের পরীক্ষা হয় ৭ সেপ্টেম্বর। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩,১৯,৯১৯। মোট পরীক্ষাকেন্দ্র ৬৩৬। আর ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশে নিয়োগের পরীক্ষা।
৮ সেপ্টেম্বর: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার শুরু—
প্রথম বার উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়।
১১ সেপ্টেম্বর: যাদবপুরে ছাত্রীর মৃত্যু—
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের পুকুর থেকে উদ্ধার হয়েছিল তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ।
যাদবপুরে ছাত্রীর মৃত্যু। ছবি: সংগৃহীত।
১৪ সেপ্টেম্বর: নিয়োগ পরীক্ষা—
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের পরীক্ষা হয় ১৪ সেপ্টেম্বর।
অক্টোবর
৬ অক্টোবর: কলকাতা এবং যাদবপুর-সহ ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি সুপ্রিম কোর্টের—
কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপচার্য নিয়োগে সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পথ সুগম হয়।
১১ অক্টোবর: কর্মরত শিক্ষকদের টেট পাশের রায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টে—
কর্মরত যে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা টেট-উত্তীর্ণ নন, তাঁদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, চাকরি রাখতে গেলে টেট পাশ হতেই হবে। শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার আর্জি করার সিদ্ধান্ত নেয় স্কুলশিক্ষা দফতর।
নভেম্বর
৪ নভেম্বর: শুরু এসআইআর-এর কাজ—
স্কুলে স্কুলে দশম পড়ুয়াদের পরীক্ষা চলাকালীন শুরু হয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। এই কাজে যাঁদের বিএলও (বুথ লেভেল অফিসার বা বুথ স্তরের আধিকারিক) নিয়োগ করা হয়েছে তাঁদের বেশির ভাগই শিক্ষক-শিক্ষিকা। ফলে সরাসরি প্রভাব পড়ছে স্কুলগুলিতে।
৬ নভেম্বর: গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’—
সকালের প্রার্থনায় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’। সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের জন্য বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ।
২৮ নভেম্বর: পিতৃপরিচয়-সহ জানানো হল এসএসসি ‘অযোগ্য’দের নাম ও রোল নম্বর—
আদালতের নির্দেশ মেনে ২০১৬ প্যানেলের ‘দাগি অযোগ্য’দের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। ১,৮০৬ জনের ওই তালিকা প্রকাশ করা হয়।
ডিসেম্বর
১৫ ডিসেম্বর: এক দেশ এক শিক্ষা—
সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পেশ করেন ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল’। ইউজিসি, এআইসিটিই, এনসিটিই আইনের পরিবর্তে এই বিল আসতে চলেছে।