ধর্মেন্দ্রের জন্য মন ভার অমিতাভের! ছবি: সংগৃহীত।
বন্ধুর জন্য হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন। চোখের কোণ ভিজে উঠল বর্ষীয়ান তারকার। ১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইক্কিস’। এই ছবিতে শেষ বারের মতো অভিনয় করেছেন ধর্মেন্দ্র। জীবনের শেষ দিনগুলো তাঁর কেটেছে এই ছবির শুটিং সেটে। এই ছবির প্রসঙ্গ উঠতেই তাই প্রয়াত বন্ধুর জন্য কেঁদে উঠল বিগ বি-র মন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি ঝলক। এই পর্বে উপস্থিত ছিলেন ‘ইক্কিস’ ছবির অভিনেতারা। তখনই অমিতাভ বলে ওঠেন, “হিন্দি ছবির জগতের মহান ব্যক্তিত্ব লক্ষ লক্ষ অনুরাগী রেখে গিয়েছেন এই পৃথিবীতে। তাই আমাদের জন্য ‘ইক্কিস’ ছবিটা শেষ মূল্যবান চিহ্ন হিসাবে থেকে যাবে। একজন শিল্পী তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত শিল্পকর্ম করতে থাকেন। আমার বন্ধু, আমার পরিবারের অংশ, আমার জীবনের অনুপ্রেরণা ধর্মেন্দ্র দেওলও এমন কিছুই করে গিয়েছেন।” এই কথাগুলি বলতে বলতে যেন অমিতাভের গলা কেঁপে যায়।
বিগ বি আরও বলেন, “ধরমজি কেবল একজন মানুষই নন। তিনি স্বয়ং একটি অনুভূতি। এই অনুভূতি মানুষকে কখনওই ছেড়ে যেতে পারে না। প্রার্থনায় ও স্মৃতিতে আজীবন থেকে যাওয়ার মতো একটি অনুভূতি।”
এই পর্বে উপস্থিত ছিলেন জয়দীপ অহলওয়াত। তিনিও অভিনয় করেছেন ‘ইক্কিস’-এ। তাঁর কথায়, “আমি খুবই ভাগ্যবান যে ওঁর বেশির ভাগ দৃশ্য আমার সঙ্গে ছিল। উনি যখন ছবির সেটে থাকতেন, কখনও মনে হয়নি আমাদের মধ্যে অত বড় একজন তারকা বসে রয়েছেন। ওঁকে আমাদের পরিবারের অংশই মনে হত।”
উল্লেখ্য, এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ।