CUET PG 2026

স্নাতক স্তরে পড়ার সুযোগ দিচ্ছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, উত্তীর্ণ হতে হবে কুয়েট ইউজি

কেমেস্ট্রি-সহ আরও বিষয়ে নিয়ে ব্যাচেলর অফ সায়েন্সে স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় স্নাতক স্তর পড়ার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে, ভর্তির আগে উত্তীর্ণ হতে হবে বিশেষ প্রবেশিকায়। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট ইউজি) উত্তীর্ণ হতে হয়।

Advertisement

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। কেমেস্ট্রি-সহ আরও বিষয়ে নিয়ে ব্যাচেলর অফ সায়েন্সে স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। যোগ্যতা থাকা চাই আবেদন প্রক্রিয়া সম্পন্নের জন্য।

প্রবেশিকায় বসার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে কুয়েট ইউজি ভর্তির আবেদন প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। এর পর অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আর পরীক্ষা হবে ২০২৬-এর মার্চ মাসে। দেশের ২৯২টি এবং বিদেশের ১৬টি শহরে ওই পরীক্ষা হতে চলেছে। এর মধ্যে রাজ্যের ১৩টি শহরে পরীক্ষাকেন্দ্র থাকছে। কম্পিউটার বেসড টেস্ট-এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

Advertisement
আরও পড়ুন