আইআইএম বিশাখাপত্তনম। ছবি: সংগৃহীত।
বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ মিলতে চলেছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্নাতকোত্তর স্তরে এমবিএ পড়তে পারবেন পড়ুয়ারা। সম্পূর্ণ প্রোগ্রামটির নাম ‘পিজিপিএমসিআই’। তবে এই সুযোগ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অধীনস্থ টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে পাঠরতদের জন্য। আবেদনের জন্য আইআইটি, এনআইটি অথবা আইআইআইটি থেকে থেকে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখানেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম, বিশাখাপত্তনমের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।