PhD Admission 2025

সমাজবিজ্ঞানে পিএইচডি-র সুযোগ দেবে আইআইইএসটি শিবপুর, ইঞ্জিনিয়ারিংয়েও করা যাবে আবেদন

অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। ওই ফর্ম আইআইইএসটি, শিবপুরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৩:৫০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আর্কিটেকচার নিয়ে পিএইচডি করতে আগ্রহীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

তবে শুধু আর্কিটেকচার নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০টি বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর মধ্যে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সেস বিষয়টিও রয়েছে। এ ছাড়াও যে সমস্ত বিষয়ে পিএইচডি ডিগ্রির জন্য কাজ করা যেতে পারে পদার্থবিদ্যা, গণিত, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্থ সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং মাইনিং ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কুল অফ মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স, স্কুল অফ ভিএলসিআই টেকনোলজি, সেন্টার ফর হেল্থকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে।

ভর্তি হতে আগ্রহীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়। কলা, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আর্কিটেকচার বিষয়ে ওই ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। অনূর্ধ্ব ৩২ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

মোট ১০০টি আসন উল্লিখিত বিভাগে পিএইচডি-র জন্য বরাদ্দ করা হয়েছে। ভর্তি হওয়ার জন্য ৪১,৬০০ টাকা থেকে ৫১,৬০০ টাকা পর্যন্ত ফি দিতে হতে পারে। এ ছাড়াও আবেদনমূল্য হিসাবে ১,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। ওই ফর্ম আইআইইএসটি, শিবপুরের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

Advertisement
আরও পড়ুন