আইআইএম আমদাবাদ। ছবি: সংগৃহীত।
চলতি বছরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) তালিকায় ম্যানেজমেন্ট স্কুলগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), আমদাবাদ। এই প্রতিষ্ঠান থেকেই পাওয়া যাবে পিএইচডি-র সুযোগ। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
আইআইএম আমদাবাদ থেকে চলতি বছরে পিএইচডি-র জন্য পড়ুয়ারা যে সমস্ত বিষয়ে স্পেশ্যালাইজ়েশন করতে পারবেন, সেগুলি হল— ইকোনমিকস, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ফুড অ্যান্ড এগ্রিবিজ়নেস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেমস, ইনোভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন এডুকেশন, মার্কেটিং, অপারেশনস অ্যান্ড ডিসিশন সায়েন্সেস, অর্গানাইজ়েশনাল বিহেভিয়ার, পাবলিক সিস্টেমস এবং স্ট্র্যাটেজি।
সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পর স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। যাঁদের যে কোনও বিষয়ে পাঁচ বছরের স্নাতকোত্তর কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া অন্য যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে, যা মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।
আবেদনকারীদের চলতি বছরের ক্যাট বা অন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। তার পর ইন্টারভিউয়ের মাধ্যমেও চূড়ান্ত পর্বে তাঁদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে।
পড়ুয়াদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। একইসঙ্গে সংরক্ষিতদের ২৫০ টাকা এবং অসংরক্ষিতদের ৫৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী বছরের ২১ জানুয়ারি আবেদনের শেষ দিন।