প্রতীকী চিত্র।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তরের জন্য জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) প্রবেশিকার আয়োজন করা হয়। ২০২৬ সালের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। যার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয় গত মাসে। আবেদনপত্রে ভুল সংশোধনের সময়ও বেধে দেওয়া হয়েছিল। সম্প্রতি বাড়ানো হল ভুল সংশোধনের সময়সীমা।
২০২৬ সালে জ্যাম-এর আয়োজন করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মুম্বই। পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ৫ সেপ্টেম্বর। গত ২০ অক্টোবর ছিল রেজিস্ট্রেশন শেষ দিন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করার শেষ দিন ছিল ১০ নভেম্বর। যা নতুন বিজ্ঞপ্তিতে বাড়িয়ে ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। পরীক্ষার্থীরা তাঁদের নাম, জন্মতারিখ, লিঙ্গ, জাতিগত পরিচয়, পরীক্ষাকেন্দ্র, কোন কোন বিষয়ে পরীক্ষা দেবেন— এই সমস্ত তথ্য সংশোধনের সুযোগ পাবেন।
আবেদনপত্র সংশোধনের জন্য পরীক্ষার্থীদের https://jam2026.iitb.ac.in/-এ গিয়ে নিজেদের লগ ইন আইডি দিয়ে প্রবেশ করতে হবে। এর পর ‘অ্যাপ্লিকেশন কারেকশন’ -এর লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য সঠিক ভাবে জমা দিতে হবে।
মোট সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে বায়োটেকনোলজি, রসায়ন, অর্থনীতি, ভূতত্ত্ববিদ্যা, গণিত, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং পদার্থবিদ্যা।.১৫ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হবে দু’টি অর্ধে। পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি মাধ্যমে। প্রথম অর্ধের পরীক্ষা চলবে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয় অর্ধের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে দেশের ১১৪টি শহরের পরীক্ষাকেন্দ্রে।