Ramakrishna Mission Vidyamandira Admission 2025

বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিষয় উচ্চশিক্ষা করা যাবে?

পিএইচডি-র আবেদনের জন্য পড়ুয়াদের ন্যূনতম ৫৫ শতাংশ-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৭
RKM Belur

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। ছবি: সংগৃহীত।

বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের তরফে পিএইচডি-র সুযোগ। প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, আগ্রহীদের থেকে এ জন্য অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পিএইচডি-র সুযোগ মিলবে। তিনটি বিভাগের প্রতিটিতেই আসনসংখ্যা দু’টি করে। অর্থাৎ মোট আসনসংখ্যা ছয়। পড়ুয়াদের জেনারেল রিলেটিভিটি অ্যান্ড কোয়ান্টাল কসমোলজি, অ্যাস্ট্রোফিজ়িক্স, ফোটোনিক্স, অপ্টোইলেকট্রনিক্স, এআই অ্যান্ড এমএল, মেটিরিয়ালস সায়েন্স, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি-সহ নানা বিষয় নিয়ে স্পেশ্যালাইজ় করার সুযোগ মিলবে।

পিএইচডি-তে আবেদনের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

পড়ুয়াদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউধর্মী প্রশ্নের উপর। তবে যাঁরা ইউজিসি নেট, সেট, স্লেট, গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ, জাতীয় স্তরের ফেলোশিপ প্রাপক অথবা এমটেক, এমফার্ম, এমডি ডিগ্রিধারী, তাঁদের লিখিত পরীক্ষায় ছাড় দেওয়া হবে।

আগ্রহীদের প্রথমে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১,৮০০ টাকা এবং অসংরক্ষিতদের ২,০০০ টাকা জমা দিতে হবে। এর পর আবেদনপত্র এবং অন্য নথি প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে। আগামী ৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন