IISER Admissions 2025

ডেটা সায়েন্সেস-সহ একাধিক বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ, পাশ করতে হবে প্রবেশিকায়

কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে দ্বাদশ উত্তীর্ণদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষার পূর্ণমান ২৪০।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৬:০৯
Data Science.

প্রতীকী চিত্র।

ডেটা সায়েন্সেস, স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সেসের মতো বিষয় নিয়ে পড়তে চান? কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স-মাস্টার অফ সায়েন্স (বিএস-এমএস) ডুয়াল ডিগ্রি করার সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর বিভিন্ন কেন্দ্রে উল্লিখিত ডিগ্রি কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া দ্রুতই শুরু হবে।

Advertisement

কারা আবেদন করবেন?

কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন অনুমোদিত পর্ষদ বা শিক্ষা সংসদ থেকে বিজ্ঞান শাখায় দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরা উল্লিখিত ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে জীববিদ্যা, রসায়ন ও গণিত থাকা আবশ্য়ক।

কোন কোন বিষয় পড়ানো হবে?

  • আইআইএসইআর, কলকাতায় কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস।
  • আইআইএসইআর, ভোপালে বিটেক এবং ইকোনমিক সায়েন্সেস।
  • আইআইএসইআর, তিরুপতিতে ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সেস
  • উল্লিখিত বিষয় ছাড়াও প্রতিটি কেন্দ্র থেকেই বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেসের মতো বিষয়গুলি চার থেকে পাঁচ বছরের বিএস-এমএস ডুয়াল ডিগ্রি কোর্সের অধীনে পড়ার সুযোগ থাকছে।
  • তবে, আরও কোন কোন বিষয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে, তা ১০ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিশদে জানানো হবে।

কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

প্রতি বছর আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট (আইএটি)-র মাধ্যমে উল্লিখিত ডিগ্রি কোর্সের জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। মোট ২৪০ নম্বরের এই প্রবেশিকায় ৬০ টি প্রশ্ন থাকে। পরীক্ষা শেষ করতে হয় ১৮০ মিনিটের মধ্যে। সঠিক উত্তরের জন্য ৪ নম্বর মিলবে এবং ভুল উত্তরের জন্য ১ নম্বর বাদ দেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত বিষয়ক প্রশ্নের উত্তর লিখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদনের জন্য পোর্টাল চালু থাকবে ১০ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।
  • তথ্য সংশোধনের জন্য পোর্টাল ২১ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত চালু রাখা হবে।
  • এগজ়াম হল টিকিট ১৫ মে থেকে ডাউনলোড করা যাবে।
  • আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে ২৫ মে।
  • ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার ‘আনসার কি’ দেখে নিতে পারবেন।

অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ২,০০০ টাকা। পরীক্ষায় উত্তীর্ণদের র‌্যাঙ্ক অনুযায়ী অনলাইন কাউন্সেলিংয়ের জন্য বাছাই করা হবে। সেই সময়েই প্রার্থীরা নিজেদের পছন্দের কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন। তাঁরা তাঁদের পছন্দের বিষয় নির্ধারিত কেন্দ্রে পেয়ে গেলে সিট অ্যাক্সেপ্টেন্স ফি হিসাবে ৩৫,০০০ টাকা জমা দিতে হবে। তা না পেলেও তাঁরা পরবর্তী ধাপের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়ে আরও জানতে আইআইএসইআর অ্যাডমিশনের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন