IISWBM Admission 2025

ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কোর্স করাবে আইআইএসডব্লিবিএম, চলবে আট সপ্তাহ

ম্যানেজমেন্টের স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য পেশাদারি এই কোর্স তাঁদের চাকরির সুযোগবৃদ্ধিতে সাহায্য করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:৪৬
IISWBM

আইআইএসডব্লিবিএম। সংগৃহীত ছবি।

ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কী ভাবে কাজে লাগানো যায়, এ বার সেই সংক্রান্ত পাঠক্রম নিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)। সম্প্রতি এই নয়া পাঠক্রম সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে এই কোর্স করাবে আইআইএসডব্লিউবিএম। আগ্রহীরা অনলাইনেই সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট পাঠক্রমের নাম, ‘অ্যাপ্লিকেশন অফ এআই ইন বিজ়নেস ম্যানেজমেন্ট’। বেসরকারি সংস্থা কগনিটিভ এআই ইনস্টিটিউট-এর সঙ্গে যৌথ ভাবে এই কোর্স করানো হবে প্রতিষ্ঠানের তরফে। চলতি মাসেই শুরু হবে ক্লাস। কোর্সের মেয়াদ আট সপ্তাহ। কোর্স ফি ৪,০০০ টাকা।

ম্যানেজমেন্টের স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য পেশাদারি এই কোর্স তাঁদের চাকরির সুযোগবৃদ্ধিতে সাহায্য করবে। ব্যবসাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে কী কী সুবিধালাভ হবে, তা-ও শেখাবে এই কোর্স। পাঠক্রমে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক বিষয় এবং জেনারেটিভ এআই-এর প্রয়োগ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এআই টুলস, এআই স্ট্র্যাটেজি ও বিজ়নেস ইন্টিগ্রেশন, এআই গভর্ন্যান্স, এথিক্স ও কমপ্লায়েন্স এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ও এআই ডিসিশন মেকিং।

সংশ্লিষ্ট কোর্সের ক্লাস হবে হাইব্রিড অর্থাৎ অনলাইন এবং অফলাইন মাধ্যমে। তবে বেশিরভাগ ক্লাসই নেওয়া হবে অনলাইনে। প্রতি শনিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস। ক্লাস হবে মে মাস পর্যন্ত।

আগ্রহীরা মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। আগামী ২০ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন