IIT JAM 2026 Registration

আইআইটি জ্যাম-এর জন্য শুরু আবেদন গ্রহণ, কী ভাবে করা যাবে রেজিস্টার?

দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আগামী ২৫ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তরের জন্য জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) প্রবেশিকার আয়োজন করা হয়। ২০২৬ সালের পরীক্ষার জন্য নির্ধারিত সময় মেনে শুক্রবার থেকে শুরু হয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এ জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

আগামী বছরের পরীক্ষা আয়োজনের দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বম্বে। দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ২৫ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজন করা হবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৫ জানুয়ারি। ফল ঘোষণা ২০ মার্চ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে ৩০০০-এর বেশি আসন। পরীক্ষা দেওয়া জন্য আবেদনের শেষ দিন ১২ অক্টোবর।

চলতি বছরে কম্পিউটার নির্ভর পরীক্ষা (সিবিটি)-র মাধ্যমে জ্যাম নেওয়া হবে। পরীক্ষার চলবে তিন ঘণ্টা ধরে।

পরীক্ষার্থীরা কী ভাবে আবেদন করবেন?

১) প্রথমে পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট jam2026.iitb.ac.in-এ যেতে হবে।

২) সেখানে নিজেদের নাম, ই-মেল আইডি-সহ অন্য তথ্য জমা দিতে হবে।

৩) এর পর পরীক্ষার্থীদের কাছে একটি আইডি এবং পাসওয়ার্ড আসবে ই-মেল-এ। তা দিয়ে লগ ইন করতে হবে।

৪) লগ ইন করার পর নিজেদের আবেদনপত্র পূরণ করে বাকি তথ্য জমা দিতে হবে। পাশাপাশি নিজেদের পরীক্ষার বিষয় এবং পছন্দের সেন্টারও বেছে নিতে হবে।

৫) আবার স্ক্যান করা নথি এবং আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, দেশের ২২টি আইআইটি এবং আইআইএসসি-তে এমএসসি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, ইন্টিগ্রেটেড পিএইচডি কোর্সে আইআইটি জ্যাম-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে যে কোনও একটি শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement
আরও পড়ুন