MBA Admission 2026

ক্যাট উত্তীর্ণেরা পাবেন এমবিএ করার সুযোগ, থাকতে হবে পেশাগত অভিজ্ঞতাও

চাকরির পূর্ব অভিজ্ঞতা থাকলে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ পাবেন আগ্রহীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১১:৩২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কমন এন্ট্রানস্ টেস্ট (ক্যাট) পাশ করার পরে এমবিএ করার সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি-র স্কুল অফ বিজ়নেস-এর অধীনে ওই বিষয়টি পড়ানো হবে। স্নাতকোত্তর স্তরে দু’বছরের ওই কোর্সটি করার জন্য অন্তত এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সমতুল বিষয়ে স্নাতকেরা আইআইটি, গুয়াহাটি থেকে এমবিএ করার সুযোগ পাবেন। তাঁদের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে নথিভুক্ত এবং অনুমোদিত সংস্থায় চাকরির অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাট স্কোর এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করেই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে আইআইটি, গুয়াহাটি।

প্রার্থীদের দ্বাদশ শ্রেণী, স্নাতকের চূড়ান্ত বর্ষের পরীক্ষায় ৬৫ শতাংশের বেশি নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও ক্যাট-এর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড-এর পেপারেও ৬০ শতাংশের বেশি নম্বর পেতে হবে। তবেই এমবিএ কোর্সে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।

আইআইটি প্রতিষ্ঠান থেকে এমবিএ করার জন্য খরচ পড়বে ২,৯৪,৫৮১ টাকা। ভর্তি হতে আগ্রহীদের অ্যাডমিশন ফি হিসাবে দিতে হবে ২,০০০ টাকা। আবেদনের শেষ দিন ৮ ফেব্রুয়ারি। আইআইটি গুয়াহাটির ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন