MCA Admission 2026

কম্পিউটার অ্যাপ্লিকেশনে উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ, কাউন্সেলিং হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আসন খালি থাকায় নতুন করে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১২:০৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisement

উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী শূন্য আসনে ভর্তির জন্য ওই প্রক্রিয়া চলবে। বর্তমানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর স্তরে মোট ১৯টি আসন খালি রয়েছে।

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকেরা ওই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পড়ুয়াদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই), ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) অথবা ব্যাচেলর অফ সায়েন্স-এর (বিএসসি) মধ্যে যে কোনও একটি ডিগ্রি থাকা চাই। এ ছাড়াও তাঁদের জয়েন্ট এন্ট্রানস্ এগ্‌জ়ামিনেশন ফর এমসিএ-তে (জেকা) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

ভর্তি সংক্রান্ত তথ্য:

উল্লিখিত বিষয়গুলিতে ভর্তি হওয়ার জন্য আবেদনের পোর্টাল চালু থাকবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ২৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশিত হবে। ২৯ জানুয়ারি বেলা ১১টা থেকে কাউন্সেলিং চলবে। পাঠক্রম এবং ভর্তি সংক্রান্ত আরও তথ্য জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন