ICC T20 World Cup 2026

বিশ্বকাপ শুরুর ১৫ দিন আগে ধাক্কা নিউ জ়িল্যান্ড শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন জোরে বোলার

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন অ্যাডাম মিলনে। মনে করা হচ্ছে, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৮:০৭
picture of cricket

উদ্বেগ বাড়ল মিচেল স্যান্টনারদের। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১৫ দিন। এই সময় ধাক্কা নিউ জ়িল্যান্ড শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জোরে বোলার অ্যাডাম মিলনে। তাঁর জায়গায় ১৫ জনের দলে নেওয়া হল ভারত সফরে আসা ৩৪ বছরের এক বোলারকে।

Advertisement

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউ জ়িল্যান্ডের হয়ে খেলতে পারবেন না মিলনে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে এমআই কেপ টাউনের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অন্তত ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই। তাঁর পরিবর্তে নিউ জ়িল্যান্ড বিশ্বকাপের দলে নিয়েছে কাইল জেমিসনকে।

নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপ দলের সঙ্গে থাকার কথা ছিল জেমিসনের। তাঁকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসাবে রাখা হয়েছিল। অর্থাৎ বিশ্বকাপ চলাকালীন মূল দলের কেউ চোট পেলে জেমিসনকে দলে যুক্ত করা হত। মিলনের চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই তাঁকে মূল দলে নেওয়া হল। ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে ভাল ফর্মে রয়েছেন জেমিসন। তিনটি এক দিনের ম্যাচে ছ’উইকেট নেন। তাই মিলনের চোট মিচেল স্যান্টনারদের বড় সমস্যায় না-ও ফেলতে পারে।

Advertisement
আরও পড়ুন