IIT Kharagpur Admission 2025

চাকরি করতে করতেই এমবিএ! সুযোগ দেবে আইআইটি খড়্গপুর

প্রতিষ্ঠানের স্কুল বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট-এর তরফে এই কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৬:৩৯
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

বিভিন্ন সংস্থায় কর্মরতদের জন্য এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) এগ্‌‌জ়িকিউটিভ কোর্স করার সুযোগ দেবে আইআইটি খড়্গপুর। সম্প্রতি এই প্রতিষ্ঠানের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষের জন্য এই প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

আইআইটি খড়্গপুরের নিজস্ব বিজ়নেস স্কুল বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট-এর তরফে এই কোর্স করানো হবে। মেয়াদ দু’বছর। যা আটটি টার্মে ভাগ করে পড়ানো হবে। এ বছর ক্লাস শুরু আগামী অগস্ট মাস থেকে।

পড়ুয়াদের সুবিধার জন্য এই কোর্সের ক্লাস হবে ‘ব্লেন্ডেড লার্নিং’ মাধ্যমে। অর্থাৎ অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই ক্লাসের আয়োজন করা হবে। অনলাইন ক্লাসের আয়োজন করা হবে সপ্তাহান্তে। কোর্স ফি-র পরিমাণ ৮ লক্ষ টাকা।

আবেদনকারীদের ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর্সে ফার্স্ট ক্লাস অথবা বিজ্ঞান/ অর্থনীতি/ কমার্সে ফার্স্ট ক্লাস।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ জুলাই আবেদনের শেষ দিন। এর পর কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২ অগস্ট কলকাতা-সহ দেশের অন্য শহরে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ৫ অগস্ট ফল ঘোষণা করা হবে। ক্লাস শুরু ২৩ অগস্ট থেকে।

Advertisement
আরও পড়ুন