Mustafizur Rahman Controversy

‘মুস্তাফিজুরের বিষয়টি রাজনৈতিক, যার শুরু ভারত করেছে!’ জানিয়ে দিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা

মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, “ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভিতরে চলে এসেছে।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৩:০৫
মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর রহমান। — ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। এর পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না-আসার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই আবহে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সংবাদমাধ‍্যম ‘প্রথম আলো’কে জানান, মুস্তাফিজুরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। তবে যেটা হয়েছে, তা দুঃখজনক। দুই দেশের কারও জন্যই এটা ভাল হয়নি।

Advertisement

মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, “ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভিতরে চলে এসেছে।”

মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে, বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় ইউনূস সরকার। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে কী ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশে? এই প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, “আমাদের এখানে কোনও প্রভাব পড়েনি। ক্রয় কমিটির বৈঠকে খেলা সংক্রান্ত একটা শব্দও উচ্চারিত হয়নি।”

মুস্তাফিজুরকে বাদ দেওয়ার বিষয়ে সালেহউদ্দিন বলেন, “মুস্তাফিজুর একজন ভাল এবং বিখ্যাত ক্রিকেটার। যাঁরা নিয়েছেন, তাঁরা পর্যালোচনা করেই নিয়েছেন। তাঁকে দয়াদাক্ষিণ্য করে নেওয়া হয়নি। কোনও কারণ ছাড়া তাঁকে হঠাৎ দল থেকে বাদ দিয়ে দেওয়া তো খুব দুর্ভাগ্যজনক।” এই প্রসঙ্গে অ্যাডলফ হিটলারের উদাহরণ টেনে তিনি বলেন, “হিটলারের সময় তো অলিম্পিক্স হয়েছিল। বাকি দেশগুলির মানুষজন সে সময়ে অংশগ্রহণ বা খেলা দেখতে যাননি? হিটলারকে ঘৃণা করলেও সবাই কিন্তু গিয়েছিলেন। আমার মনে হয়, এই সিদ্ধান্তটি আবেগের বশে নেওয়া হয়েছে। দু’পক্ষ আর একটু বিবেচনা করলে সমাধান হবে।”

Advertisement
আরও পড়ুন