Ambulance Service

অ্যাম্বুল্যান্স ছিল, চালক ছিলেন না, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু! নার্সিংহোমের সামনে ভাঙচুর পরিবারের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুকে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে আনিসকে ভর্তি করাতে আসেন তাঁর পরিবারের লোকজন। চিকিৎসকেরা জানান, এখানে ওই রোগীর চিকিৎসা ঠিক মতো হবে না। তাঁরা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০৩:২৪
অ্যাম্বুল্যান্স ভাঙচুর করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।

অ্যাম্বুল্যান্স ভাঙচুর করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। — নিজস্ব চিত্র।

ঠিক সময়ে অ্যাম্বুল্যান্সের চালক না পেয়ে মৃত্যু হল এক রোগীর। প্রতিবাদে দু’টি অ্যাম্বুল্যান্স ভাঙচুর করলেন রোগীর আত্মীয়েরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার আন্দুলের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে। ঘটনায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সাঁকরাইল থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Advertisement

মৃত রোগীর নাম শেখ আনিস (৬৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুকে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে আনিসকে ভর্তি করাতে আসেন তাঁর পরিবারের লোকজন। চিকিৎসকেরা জানান, এখানে ওই রোগীর চিকিৎসা ঠিক মতো হবে না। তাঁরা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নার্সিংহোমের বাইরে অ্যাম্বুল্যান্স থাকলেও চালক পাওয়া যায়নি বলে অভিযোগ। দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার পর বাইরে থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এসে অন্য একটি নার্সিংহোমে আনিসকে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসেকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁরা জানান, আগে নিয়ে এলে হয়তো আনিসকে বাঁচানো যেত।

এর পরই রোগীর আত্মীয়েরা ক্ষোভে ফেটে পড়েন। আগে যে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে অ্যাম্বুল্যান্স ভাঙচুর করেন তাঁরা। এর পর উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

Advertisement
আরও পড়ুন