JEE Advanced 2026 Syllabus

প্রকাশিত জেইই অ্যাডভান্সড-এর পাঠ্যক্রম, কোন ওয়েবসাইট থেকে, কী ভাবে সংগ্রহ করা যাবে?

১৭ মে, রবিবার, পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ের উপর জেইই অ্যাডভান্সড পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড পরীক্ষা হবে আগামী ১৭ মে। চলতি বছরে দেশ জুড়ে পরীক্ষার আয়োজন করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) রুরকি। যা আগেই ঘোষণা করা হয়েছিল। এ বার পরীক্ষার নানা বিষয়ের পাঠ্যক্রম প্রকাশ করা হল আইআইটি রুরকি-র তরফে।

Advertisement

১৭ মে, রবিবার, পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ের উপর জেইই অ্যাডভান্সড পরীক্ষার আয়োজন করা হবে। দু’টি পত্রে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষা হবে দুই অর্ধে। প্রথমার্ধের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দু’টি পত্রেই পাশ করতে হবে পরীক্ষার্থীদের।

পরীক্ষাটি নেওয়া হবে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমে। প্রশ্নপত্র তৈরি করা হবে ইংরেজি এবং হিন্দি— দু’টি ভাষায়। আগামী বছর জেইই মেন-এ উত্তীর্ণ প্রায় আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড দেবেন।

আগামী বছরের পরীক্ষার জন্য পাঠ্যক্রম অপরিবর্তিতই রাখল আইআইটি রুরকি। পাঠ্যক্রমে থাকবে এনসিইআরটি-র একাদশ এবং দ্বাদশের পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতের নানা বিষয়। কী সেগুলি, রইল তালিকা—

পদার্থবিদ্যার

১) জেনারেল (ইউনিট, মাত্রা এবং পরিমাপ)।

২) মেকানিক্স।

৩) থার্মাল পাওয়ার।

৪) ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিসম।

৫) ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।

৬) অপটিক্স।

৭) মডার্ন ফিজ়িক্স।

রসায়নের

১) ফিজ়িক্যাল।

২) অরগ্যানিক এবং

৩) ইনঅরগ্যানিক।

গণিতের

১) সেট, রিলেশনস ও ফাংশনস।

২) অ্যালজেব্রা।

৩) প্রোব্যাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স।

৪) ত্রিকোণমিতি।

৫) অ্যানালিটিক্যাল জিওমেট্রি।

৬) ক্যালকুলাস।

৭) ভেক্টরস।

পাঠ্যক্রম কী ভাবে ডাউনলোড করবেন?

১) পরীক্ষার্থীদের https://jeeadv.ac.in/ -এ যেতে হবে।

২) এর পর হোমপেজ’ থেকে সিলেবাস ডাউনলোড করার লিঙ্কে ক্লিক করলেই তিনটি বিষয়ের পাঠ্যসূচি দেখা যাবে।

৩) পিডিএফ ফরম্যাটে থাকা সেই পাঠ্যসূচি পরীক্ষার্থীরা নিজেদের কাছে ডাউনলোড করে রেখে দিতে পারেন।

উল্লেখ্য, জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে দেশের সাতটি আঞ্চলিক আইআইটির মধ্যে যে কোনও একটি প্রতি বছর জেইই অ্যাডভান্সড-এর আয়োজন করে। এটি দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

Advertisement
আরও পড়ুন