Internship Programme 2026

হাজারের বেশি পড়ুয়াকে নিয়ে শীতকালীন কর্মসূচি করছে ইন্ডিয়া স্পেস ল্যাব, আবেদন কী ভাবে?

শীতকালীন এই ইন্টার্নশিপ প্রোগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজ়িক্স, স্পেস অন্ত্রেপ্রেনিয়রশিপ নিয়ে পড়ানো হবে। এ ছাড়াও ড্রোন টেকনোলজি, রিমোট সেন্সিং বিষয়েও বিস্তারিত প্রশিক্ষণ পাবেন পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৫:১৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্ডিয়া স্পেস ল্যাবের তরফে আয়োজন করা হয়েছে শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির। সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

শীতকালীন এই ইন্টার্নশিপ প্রোগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজ়িক্স, স্পেস অন্ত্রেপ্রেনিয়রশিপ নিয়ে পড়ানো হবে। এ ছাড়াও ড্রোন টেকনোলজি, রিমোট সেন্সিং বিষয়েও বিস্তারিত প্রশিক্ষণ পাবেন পড়ুয়ারা। মূলত এটি একটি দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি। সম্পূর্ণ অনলাইনে ৪৫ দিন ধরে চলবে প্রশিক্ষণ। কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রক অধীনস্থ ইসরো, নাসা এবং আইআইটি-র বিশিষ্ট প্রশিক্ষক ও গবেষকেরা ক্লাস নেবেন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে এখনও যাঁরা এই স্তরগুলিতে পড়াশোনা করছেন, তাঁরাও চাইলে এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ মূল্য হিসাবে জমা দিতে হবে ৯৫০ টাকা। সুযোগ দেওয়া হবে ১০৪৫ জনকে। ৪৫ দিন পরে ইন্ডিয়া স্পেস ল্যাবের তরফে শংসাপত্র দেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জানুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন