বিরাট কোহলি। —ফাইল চিত্র।
এক সপ্তাহেই শীর্ষ স্থান হারালেন বিরাট কোহলি। তাঁকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে এলেন নিউ জ়িল্যান্ডের ড্যারেল মিচেল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় তৃতীয় স্থান ধরে রাখতে পারেননি রোহিত শর্মা।
ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ়ে দু’টি শতরান করেছেন মিচেল। শেষ দু’টি ম্যাচ এবং সিরিজ় জিততে নিউ জ়িল্যান্ডকে সাহায্য করেছে তাঁর জোড়া শতরান। সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন কিউয়ি ব্যাটার। তাঁর পারফরম্যান্সের সুবাদে গত ৩৭ বছরে ভারতের মাটিতে প্রথম বার এক দিনের সিরিজ় জিতল নিউ জ়িল্যান্ড। সিরিজ় জেতানো সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মিচেল। কোহলিকে টপকে এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান এবং একটি অর্ধশতরানের ইনিংস খেলেও জায়গা ধরে রাখতে পারলেন না কোহলি।
আইসিসি প্রকাশিত তালিকায় শীর্ষে থাকা মিচেলের রেটিং ৮৪৫। দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। তাঁর রেটিং ৭৯৫। রোহিতকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান। তাঁর রেটিং ৭৬৪। চতুর্থ স্থানে নেমে যাওয়া রোহিতের রেটিং ৭৫৭। পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। তাঁর রেটিং ৭২৩। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে অর্ধশতরান করেন শুভমন।
প্রথম ১০-এ রয়েছেন লোকেশ রাহুলও। ৬৭০ রেটিং নিয়ে তিনি ১০ নম্বরে রয়েছেন। ৬৫৬ রেটিং নিয়ে ১১ নম্বরে ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। অর্থাৎ এক দিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় সেরা ১১ জনের মধ্যে ভারতের পাঁচ ক্রিকেটার রয়েছেন।
আইসিসির ক্রমতালিকায় ষষ্ঠ থেকে নবম স্থান পর্যন্ত যথাক্রমে রয়েছেন পাকিস্তানের বাবর আজ়ম (৭২২), আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর (৭০৮), ওয়েস্ট ইন্ডিজ়ের সাই হোপ (৭০১) এবং শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা (৬৯০)।