Stray Dogs

বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ১০০-রও বেশি পথকুকুরকে খুন হায়দরাবাদে! মামলা দায়ের করে তদন্তে নামল পুলিশ

হায়দরাবাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রঙ্গারেড্ডি জেলার ইয়াচারাম গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রায় ১০০-রও বেশি পথকুকুরকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৬:২৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিন কয়েক আগেই ৫০০-রও বেশি পথকুকুরকে খুনের অভিযোগ উঠেছিল তেলঙ্গানায়। সেই ঘটনার পর পরই এ বার ফের শ’খানেক পথকুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ উঠল হায়দরাবাদে। সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে এসেছে। তদন্তে নেমেছে পুলিশ। তিন জনের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রঙ্গারেড্ডি জেলার ইয়াচারাম গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রায় ১০০-রও বেশি পথকুকুরকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সরব হয়েছেন পশুপ্রেমী ও পশু অধিকার কর্মীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পেশাদার লোকেদের দিয়ে এই খুন করানো হয়েছে। গ্রামবাসীদের দাবি, গ্রামের প্রধান এবং তাঁর সহযোগীদের নির্দেশেই এই কাজ করা হয়েছে। তবে সব কুকুরের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।

অভিযোগ, ঘটনাটি ঘটে সোমবার রাতে। ওই দিন শ’খানেক পথকুকুরকে একসঙ্গে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়। তার পর রাতের অন্ধকারে গ্রামের বাইরে ফেলে আসা হয় কুকুরগুলির দেহ। পর দিন সকালে রাতারাতি বহু কুকুর উধাও হয়ে যাওয়ার বিষয়টি চোখে পড়ে গ্রামবাসীদের। থানায় অভিযোগ দায়ের করা হয়। ইয়াচারাম থানার স্টেশন হাউস অফিসার নন্দেশ্বর রেড্ডি বলেন, ‘‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। কুকুরগুলির দেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে কি না, সে সব খতিয়ে দেখা হচ্ছে।’’

উল্লেখ্য, সম্প্রতি তেলঙ্গানার তিন জেলায় ৫০০-রও বেশি পথকুকুরকে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে জেতার পর ‘প্রতিশ্রুতি’ পূরণ করতেই কিছু নির্বাচিত প্রতিনিধি পথকুকুর নিধনে নেমেছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে পথকুকুরদের খুনের অভিযোগ উঠল তেলঙ্গানায়।

Advertisement
আরও পড়ুন