Executive PGDM Admission 2026

চাকরির সঙ্গে পড়াশোনার সুযোগ খুঁজছেন! অনলাইনেই হবে স্নাতকোত্তর ক্লাস, কোন প্রতিষ্ঠানে ভর্তি চলছে?

অনলাইনে ম্যানেজমেন্ট বিষয়ে এগ্‌জ়িকিউটিভ পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জনের সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:১১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চাকরি করতে করতে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ খুঁজছেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এমন কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করছে। আগ্রহীরা অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইনেই ক্লাস করতে পারবেন।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা এগ্‌জ়িকিউটিভ পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে পারবেন। এ জন্য তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এ ছাড়াও অন্তত এক বছরের কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকা দরকার। তাঁদের কাজের অভিজ্ঞতা এবং মেধা যাচাই করেই ভর্তি নেওয়া হবে।

ম্যানেজমেন্ট-এ তথ্যপ্রযুক্তি, মানবসম্পদের ব্যবহার সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর স্তরের ওই কোর্সটি করানো হবে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ফরেন ট্রেড, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, কর্পোরেট গভর্নেন্স— এই সমস্ত বিষয়গুলি ওই কোর্সে শেখানো হবে।

পাশাপাশি, পড়ুয়াদের বন্দর কিংবা শিল্পক্ষেত্র গিয়ে সব দিক খতিয়ে দেখার সুযোগ দেওয়া হবে। কোর্স শেষে একটি গবেষণাপত্র জমা দিতে হবে। তার পরই শংসাপত্র মিলবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের নাম জানুয়ারির ফেব্রুয়ারি মাসের মধ্যে ঘোষণা করা হবে। ক্লাসও ওই মাসেই হতে চলেছে। অনলাইনে নাম নথিভুক্ত করার জন্য ২,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন