ছবি: এআই।
কৃত্রিম মেধা বিষয়ে খুব ছোট থেকেই পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধি করতে উদ্যোগী কেন্দ্র। নতুন পাঠ্যক্রমের এমন ভাবেই সাজানোর কথা ভাবা হচ্ছে, যাতে খুদেরাও পটু হয়ে উঠবে কৃত্রিম মেধায়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের পড়ুয়ারাও কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনা করতে পারবে। দেশের সমস্ত প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য বিশেষ পাঠ্যক্রম এবং নতুন বই তৈরির কাজও শুরু হয়েছে। সে জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) বিশেষ কমিটিও গঠন করেছে।
প্রাথমিক স্তরে কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনা কী হবে, তার রূপরেখা জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩-এর বিধি অনুযায়ী তৈরি করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, সমস্ত স্কুলে তৃতীয় শ্রেণি থেকেই কৃত্রিম মেধার পাঠ পড়ানো হবে। ষষ্ঠ শ্রেণির বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যবইতে একটি বিশেষ প্রকল্পের উল্লেখ থাকবে এ বিষয়ে। সেখানে অ্যানিমেশন এবং গেম সংক্রান্ত বিষয়ে কৃত্রিম মেধার প্রয়োগ সংক্রান্ত বিষয় শেখার সুযোগ পাবে স্কুলপড়ুয়ারা।
কৃত্রিম মেধা কী, কেন তা শেখা প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে ওই প্রযুক্তির শিক্ষা প্রয়োগ করা যেতে পারে— এ সবই শেখানো হবে পড়ুয়াদের। এ জন্য আলাদা করে পাঠ্যক্রম তৈরির পাশাপাশি, শিক্ষকদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।
ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) স্কুল স্তরে কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম মেধা নিয়ে কী কী পড়ানো হবে, কী ভাবে পাঠ্যক্রম সাজাবে— তার খসড়া তৈরি করেছে। বোর্ডের তরফে জানানো হয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সকলেই ওই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবে।