School Connect program in Bangla

স্কুলপড়ুয়ারা ‘এআই’ শিখতে পারবে বাংলায়! বিশেষ ব্রিজ কোর্সের ভাবনা আইআইটি খড়্গপুরে

স্কুলস্তর থেকেই ছেলেমেয়েরা যাতে যন্ত্রমেধার মতো প্রযুক্তি নির্ভর বিষয়গুলি শেখার সুযোগ পায়, সেই লক্ষ্যেই বিশেষ ব্রিজ কোর্স চালু করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলা ভাষায় কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-এর মতো বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবে স্কুলপড়ুয়ারাও। এ জন্য আলাদা করে ব্রিজ কোর্সও করতে পারবে তারা।

Advertisement

উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স-এর মতো প্রযুক্তি নির্ভর বিষয়গুলির বিস্তারিত থাকে পাঠ্যক্রমে। ফলে এ বিষয়ের হাতখড়ি যাতে স্কুল স্তরেই ঘটে যায়, সে দিকেই লক্ষ্য রাখতে চাইছে আধুনিক শিক্ষাব্যবস্থা। সেই ভাবনা থেকেই ২০২৫-এর শুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর ক্যাপসুল কোর্সের পরিকল্পনা প্রকাশ করে।

কবে থেকে শুরু হবে ওই কোর্স? প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, “বাংলায় কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স পড়তে পারলে ছেলেমেয়েরা সহজেই সমস্ত কিছু নিজেদের আয়ত্তে আনার সুযোগ পাবে। তবে আনুষ্ঠানিক ভাবে আমরা ক্যাপসুল কোর্স চালু করার আগে একটি ব্রিজ কোর্সের কথাও ভাবছি। এতে দ্বাদশের আগেই বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যাবে এবং পড়ুয়ারা বিএস কোর্স করার যোগ্যতা অর্জন করতে পারবে।”

২০২৫-এর সেপ্টেম্বরে আইআইটি খড়্গপুর ঘোষণা করেছিল, স্নাতক স্তরের পড়ুয়ারা বাংলায় ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখার বিষয়গুলি পড়ার সুযোগ পাবেন। এ জন্য বিশেষ ব্যাচেলর অফ সায়েন্স (বিএস) কোর্স চালু করা হবে, যা বিটেক বা বিএসসি ডিগ্রির সমতুল। তবে, এই ডিগ্রি কোর্সের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় ইংরেজিতেই পড়তে হবে। পাশাপাশি এ-ও জানানো হয়েছিল, উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদেরও ‘স্কুল কানেক্ট প্রোগ্রাম’-এর অধীনে মাতৃভাষায় পড়াশোনায় উৎসাহ দেওয়া হবে। এ বার সেই কর্মসূচি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল আইআইটি খড়্গপুর।

Advertisement
আরও পড়ুন