‘আইআইএম ক্যালকাটা’। ছবি: সংগৃহীত।
কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এটি এগ্জ়িকিউটিভ এমবিএ কোর্স। অর্থাৎ চাকরির পাশাপাশি উচ্চস্তরে পড়ার সুযোগ। এই মর্মে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি ১২ মাসের কোর্স। আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি পাঁচ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকা চাই। তবে, ইন্টার্নশিপ, গবেষণা প্রকল্পে কাজ করছেন যাঁরা, তাঁরা সুযোগ পাবেন না।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘অ্যাডমিশন’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ‘আইআইএম ক্যালকাটা’র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।