বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কী বললেন ইধিকা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।
উত্তপ্ত বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যু ও সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ, রণক্ষেত্র পরিস্থিতি। আগুন ধরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের অফিসেও। ও পার বাংলাতেই বড়পর্দায় নায়িকা হওয়ার যাত্রা শুরু করেন এ পারের অভিনেত্রী ইধিকা পাল। তাঁর প্রথম ছবি ‘প্রিয়তমা’ শাকিব খানের বিপরীতে। আর প্রথম ছবিতেই তিনি হিট্। সেখানকার বর্তমান অবস্থা দেখে আহত ইধিকা। করলেন কী প্রার্থনা?
বাংলাদেশে শাকিবের সঙ্গে একাধিক ছবি করেছেন ইধিকা। ঘন ঘন যাতায়াতও ছিল তাঁর সে দেশে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন যাতায়াত খানিক নিয়ন্ত্রিত। প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি দেখে ইধিকা বলেন, ‘‘এরকম একটা দেশ, যাকে আমি খুবই ভালবাসতে দেখেছি। দেখেছি শিল্প এবং শিল্পীকে সম্মান করতে। সে দেশ আমাকে খুব ভালবেসেছে। পারিপার্শ্বিক মানুষকে ভালবাসতে দেখেছি। দেশটার মধ্যেই ভালবাসা দেখেছি। সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। আমি এটাই চাইব, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক এবং সবাই শান্ত ভাবে থাকুন। ভাল থাকুন।’’
সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গে দেব বলেছিলেন, “মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চিনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন। আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যাঁরা আছেন তাঁদের ভাল রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয়, আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভাল থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভাল থাকি।”