Tanya Mittal

শীঘ্রই বিয়ে করছেন তান্যা মিত্তল! পাত্র কে? প্রেমানন্দের কাছ থেকে ঘুরে এসেই কি বড় সিদ্ধান্ত?

আধ্যাত্মিক বিষয় নিয়ে সমাজমাধ্যমে কথা বলেন তান্যা। সম্প্রতি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। বিয়ের আগে কি আশীর্বাদ নিতেই সেখানে গিয়েছিলেন তান্যা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:১০
প্রেমানন্দের সঙ্গে দেখা করে এসেই বিয়ে স্থির করলেন তান্যা?

প্রেমানন্দের সঙ্গে দেখা করে এসেই বিয়ে স্থির করলেন তান্যা? ছবি: সংগৃহীত।

বিলাসবহুল জীবনযাপনের ফিরিস্তি দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়েছেন তান্যা মিত্তল। তাঁর চারপাশে নাকি সবসময় দেড়শো দেহরক্ষী ঘোরেন। বিশেষ ধরনের মিষ্টি খেতে প্রায়ই নাকি উড়ে যান দুবাই। ‘বিগ বস্‌’-এর ঘরে থাকতে কেমন জীবনসঙ্গী পছন্দ, তা নিয়েও কথা বলেছিলেন নেটপ্রভাবী। জীবনসঙ্গী কি ঠিক করা হয়ে গিয়েছে তান্যার? কারণ শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এমনই একটি পোস্ট ছড়িয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আধ্যাত্মিক বিষয় নিয়ে সমাজমাধ্যমে কথা বলেন তান্যা। সম্প্রতি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। বিয়ের আগে আশীর্বাদ নিতেই কি সেখানে গিয়েছিলেন তান্যা? সেই প্রশ্নও উঠেছে। সোমবার এমনই একটি পোস্ট ছড়িয়ে যায় সমাজমাধ্যমে। সেখানে পাত্রকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কেউ কেউ মন্তব্য করেন, “তান্যা একজন রাজনীতিবিদকে বিয়ে করছেন।” কেউ আবার লেখেন, “অমাল মলিকের সঙ্গে বিয়ে ঠিক হয়নি তো?” ‘বিগ বস্‌’-এর ঘরে অমালের সঙ্গে তান্যার রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। তবে তান্যা বা তাঁর সহযোগী দলের তরফে কোনও বিবৃতি প্রকাশ হয়নি।

‘বিগ বস্‌’-এর ঘরে সলমন খানের সামনে তান্যা জানিয়েছিলেন, তাঁর বাবা-মা খুব অল্প বয়সে তাঁর বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি তান্যা। তাঁর লক্ষ্য ছিল, কর্মজীবনে মন দেওয়া। তার পর থেকে নিজের একাধিক ব্যবসা শুরু করেন তিনি।

তান্যা আধ্যাত্মিক বিষয়ের নেটপ্রভাবী হিসাবে পরিচিত। তা ছাড়া পোশাক, প্রসাধনী নিয়েও তিনি কনটেন্ট তৈরি করেন। নিজের ব্যবসাও রয়েছে তাঁর। ‘বিগ বস্‌’ থেকে বেরিয়ে তিনি অভিনয়েরও সুযোগ পাচ্ছেন। জানা যাচ্ছে, তান্যার মাসিক আয় ৬ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তান্যা মিত্তল ২ কোটি টাকার মালকিন।

Advertisement
আরও পড়ুন