Admission in IIM Delhi 2025

ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা করবেন? সুযোগ দিচ্ছে আইআইএম দিল্লি

ম্যানেজমেন্টের তিনটি বিভাগ নিয়ে উচ্চস্তর পড়ার ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। একটি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, দ্বিতীয়টি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিপ্লোমা এবং তৃতীয়টি ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস-এ ডিপ্লোমা করা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:২৩
আইআইএম দিল্লি।

আইআইএম দিল্লি। ছবি: সংগৃহীত।

দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।

Advertisement

ম্যানেজমেন্টের তিনটি বিভাগ নিয়ে উচ্চস্তর পড়ার ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। একটি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, দ্বিতীয়টি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিপ্লোমা এবং তৃতীয়টি ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস-এ ডিপ্লোমা করা যাবে। তিনটি বিভাগেই আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। পাশাপাশি, কমন অ্যাডমিশন টেস্ট, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট অথবা জেভিয়ার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

আইআইএম, দিল্লির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৩ জানুয়ারি ২০২৬ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম দিল্লির ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন