PG Admission 2026

জিওইনফরমেশন সায়েন্সে উচ্চশিক্ষার সুযোগ, দেহরাদূনের প্রতিষ্ঠানে চলবে ক্লাস, পাশ করতে হবে প্রবেশিকায়

স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের তথ্য সংগ্রহের কৌশল শেখার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং (আইআইআরএস)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৫৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কৃত্রিম উপগ্রহের নজরদারিতে মহাকাশের ঘটনা জানা সহজ হয়ে গিয়েছে। ভূপৃষ্ঠে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, কিংবা কোনও দুর্গম এলাকার হদিশও দেয় ওই যন্ত্র। বিজ্ঞানের তত্ত্ব এবং প্রযুক্তির সহায়তায় তৈরি হওয়া নজরদারি যন্ত্র চালনার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন। বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য যে সমস্ত বিষয় জানতে হয়, তা শেখার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং (আইআইআরএস)।

Advertisement

রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠানের তরফে স্নাতকোত্তর স্তরে জিওইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজ়ারভেশন বিষয়টি পড়ানো হবে। গণিত, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ভূতত্ত্ব, ভূগোল, কৃষিবিজ্ঞান, উদ্যানবিদ্যা, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, ফরেস্ট্রি বিষয়ে স্নাতকেরা ওই বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ পাবেন।

স্নাতকোত্তর স্তরের পঠনপাঠনের সঙ্গে জিওইনফরমেটিক্স নিয়ে স্পেশ্যালাইজ়েশনের সুযোগও পাবেন পড়ুয়ারা। প্রতিষ্ঠানের তরফে ওই বিষয়ে ভর্তি হওয়ার জন্য মোট ১০টি আসন বরাদ্দ করা হয়েছে। ক্লাস ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ৩১ অগস্ট, ২০২৮ পর্যন্ত। ভর্তি হতে আগ্রহীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহীরা অনলাইনে প্রতিষ্ঠানের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। তাঁদের ৩১ মার্চের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের আবেদন খতিয়ে দেখার পর জুলাই মাসে প্রবেশিকা এবং ইন্টারভিউ নেবেন আইআইআরএস কর্তৃপক্ষ। চূড়ান্ত মেধাতালিকা অগস্ট মাসে প্রকাশ করা হবে।

Advertisement
আরও পড়ুন