JU Recruitment

কাজ শুরু করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিযুক্ত রক্ষীরা, অপেক্ষা নজরদারি ক্যামেরার

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই খাতে প্রতি মাসে ৭.৬০ লক্ষ টাকা খরচ হবে। এই খরচ বহন করবে রাজ্য সরকার। রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে এই নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬
রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে নিরাপত্তারক্ষী নিয়োগ।

রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে নিরাপত্তারক্ষী নিয়োগ। নিজস্ব চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিযুক্ত হলেন নতুন নিরাপত্তারক্ষীরা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নিরাপত্তার স্বার্থে যাদবপুরে ৩০ জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হল। দু’জন সুপারভাইজারও বহাল হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই খাতে প্রতি মাসে ৭.৬০ লক্ষ টাকা খরচ হবে। এই খরচ বহন করবে রাজ্য সরকার। রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে এই নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “আদালতের নির্দেশে আমরা ৩০ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করেছি। তাঁরা মঙ্গলবার থেকেই কাজে যোগ দিয়েছেন।”

১২০ জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষী হিসাবে। জানা গিয়েছে, তিনটি শিফ্‌টে ১০ জন করে নিরাপত্তারক্ষী কাজ করবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সেখানে স্থায়ী নিরাপত্তারক্ষীর পদ রয়েছে ১৩০টি। কিন্তু কর্মরত মাত্র ৭৮ জন।

তবে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হলেও নজরদারি ক্যামেরা কবে বসবে তা নিয়ে থাকছে প্রশ্ন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্য সরকারের আর্থিক অনুদান ইতিমধ্যেই পাওয়া গেছে। দ্রুত বিশ্ববিদ্যালয় দু’টি ক্যাম্পাস মিলিয়ে নজরদারি ক্যামেরা বসানোর কাজও সম্পন্ন করা হবে।

Advertisement
আরও পড়ুন