JU Admission 2025

শারীরশিক্ষা নিয়ে পড়বেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া

২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট স্নাতকোত্তর কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১১:২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষা বা ফিজ়িক্যাল এডুকেশনে স্নাতকোত্তর (এমপিএড) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট স্নাতকোত্তর কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের এমপিএড কোর্সটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) দ্বারা স্বীকৃত। ২০২৩-২৪ বর্ষের জন্য এটি স্নাতকোত্তর পড়ার কোর্স। সকাল ৬টা থেকে ক্লাস শুরু হবে। চলবে সন্ধ্যা পর্যন্ত। মাঝে যদিও বিরতি থাকবে। এটি একটি রেসিডেন্সিয়াল কোর্স।

সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন (বিপিএড) বা সমতুল কোর্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশনে বিএসসি-তে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে নম্বরের ছাড়।

প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা। ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বর শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

আবেদন করবেন কী ভাবে?

যে সমস্ত পড়ুয়া ভর্তি হতে চাইবেন তাঁরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ অগস্ট। আবেদনমূল্য জমা দিতে হবে ২০ অগস্টের মধ্যে। ২৯ অগস্ট ভর্তি নেওয়া হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন