JU Certificate Course 2025

যোগ্যতা দ্বাদশ উত্তীর্ণ, কোর্সের মেয়াদ ছ’মাস, ইংরেজি ভাষা শেখাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল’অ্যান্ড ম্যানেজমেন্টের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্সের তরফে আয়োজন করা হয়েছে সার্টিফিকেট কোর্সেটির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২১:৫৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ইংরেজিতে সহজ ভাবে কথোপকথনের জন্য বিশেষ কোর্সের সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল’অ্যান্ড ম্যানেজমেন্টের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্সের তরফে আয়োজন করা হয়েছে সার্টিফিকেট কোর্সটির। যার নাম ‘ফাংশন্যাল অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ’। এটি একটি সান্ধ্যকালীন কোর্স। অগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। সপ্তাহে দু’দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত ক্লাস চলবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কোর্স মূল্য ৩,৬৬০ টাকা।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।

Advertisement
আরও পড়ুন