JUTA on OBC Reservation in Admission 2025

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার মধ্যেই যাদবপুরে দ্রুত ভর্তি শুরুর দাবি, আবারও চিঠি রাজ্যকে

যাদবপুরে থমকে বিজ্ঞান ও কলা বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া। পাশাপাশি আটকে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের এমটেক কোর্সে পড়ুয়া ভর্তিও। এই সমস্যা নিয়ে এ বার দ্রুত ভর্তির চালু করার জন্য রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে চিঠি পাঠাল জুটা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৮:১২
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ওবিসি সংরক্ষণ নিয়ে চলছে আইনি জটিলতা। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থমকে স্নাতক এবং স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াও। এ বার সেই জট কাটাতেই রাজ্য সরকারি দফতরকে চিঠি দিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। পাশাপাশি, দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু না হলে বিশ্ববিদ্যালয়কেই পদক্ষেপ করার হুশিয়ারিও দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন (জুটা)।

Advertisement

বর্তমানে, যাদবপুরে বিজ্ঞান ও কলা বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে। পাশাপাশি আটকে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের এমটেক কোর্সে পড়ুয়া ভর্তিও। এই সমস্যা নিয়ে এ বার দ্রুত ভর্তির চালু করার জন্য রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে চিঠি পাঠাল জুটা।

জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের তরফে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু না করলে যারা প্রতিভাবান ও মেধাবী পড়ুয়া তারা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবে। আমরা ৩১ মে পর্যন্ত দেখব। তাতে সমাধান না হলে আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়কে বলব।”

গত ১৬ মে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে চিঠি দিয়ে ওবিসি সংরক্ষণ মামলায় আদালতের পর্যবেক্ষণের পর ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী বক্তব্য, তা জানতে চাওয়া হয়েছিল। তার পরই এ বছরের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি এই মুহূর্তে বিচারাধীন। এই পরিস্থিতিতে গত বছরও যাদবপুরে ভর্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে এই বিষয়ে ‘ডিক্লারেশন’ নিয়ে ভর্তি নেয়। ওবিসি সংরক্ষণ নিয়ে কী করণীয়, তা জানতে বেশ কয়েক দিন আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং উচ্চশিক্ষা দফতরে চিঠি দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই চিঠির উত্তরেই বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠানো হয়। একই ধাঁচে ওই দুই দফতরের কাছে চিঠি পাঠিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ও।

Advertisement
আরও পড়ুন