West Bengal college safety measures

কসবা আইন কলেজে ধর্ষণকাণ্ডের জের! রাজ্যের ২০টি কলেজে সিসি ক্যামেরা বসাতে উদ্যোগী রাজ্য

রাজ্যের প্রায় ৫০০ কলেজের নিরাপত্তা খতিয়ে দেখতে উদ্যোগী হয় রাজ্য সরকার। কলেজগুলির কাছে জানতে চাওয়া হয় কোথায় কত ক্যামেরা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১
গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

গত জুনেই সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভিতরে প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কেন সেখানে নেই নজরদারি ক্যামেরা, সে সময়ই প্রশ্ন উঠেছিল। এর পরই নড়ে বসে প্রশাসন। রাজ্যের প্রায় ৫০০ কলেজের নিরাপত্তা খতিয়ে দেখতে উদ্যোগী হয় রাজ্য সরকার। কলেজগুলির কাছে জানতে চাওয়া হয় কোথায় কত ক্যামেরা রয়েছে।

Advertisement

সম্প্রতি সাউথ ক্যালকাটা ল কলেজ-সহ অন্য কলেজগুলির তথ্য হাতে এসেছে কর্তৃপক্ষের। জানা গিয়েছে, ২০টি কলেজে নজরদারি ক্যামেরা নেই। উচ্চশিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, “রাজ্যের সমস্ত কলেজে নজরদারি ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, তার তথ্য চেয়ে পাঠিয়েছিলাম। জবাবে জানা গিয়েছে, বেশির ভাগ কলেজে ব্যবস্থা থাকলেও, ২০টি কলেজে এই ব্যবস্থা নেই। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

দফতর সূত্রের খবর, সরকারি এবং সরকার পোষিত মিলিয়ে ৫০৯টি কলেজ রয়েছে। এর মধ্যে ২০টি কলেজে ক্যামেরা নেই বলে জানা গিয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজ-সহ বেশ কয়েকটি কলেজের তরফে সরকারকে জানানো হয়েছে, তাদের কতগুলি করে নজরদারি ক্যামেরা লাগবে। সেই আবেদন খতিয়ে দেখা হচ্ছে এবং অর্থ দফতরের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত অগস্টেও সাউথ ক্যালকাটা ল কলেজের তরফে ৭০টি সিসি ক্যামেরা লাগবে বলে চিঠি দেওয়া হয়েছিল সরকারের কাছে। কিন্তু সে সময় বেশ কিছু তথ্য চেয়ে পাঠানো হয়। ফের তারা নতুন করে আবেদন করেছে। এ বার ৭৭টি নজরদারি ক্যামেরা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে দফতর সূত্রের খবর।

[5:16 pm, 19/12/2025] arunava Ghosh:

Advertisement
আরও পড়ুন